বাবুইয়ান ক্লারো আগ্নেয়গিরি | |
---|---|
পাঙ্গাসুন পর্বত | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৮৪৩ মিটার (২,৭৬৬ ফুট) [১] |
সুপ্রত্যক্ষতা | ৮৪৩ মিটার (২,৭৬৬ ফুট) |
তালিকাভুক্তি | ফিলিপাইনের সক্রিয় আগ্নেয়গিরি |
স্থানাঙ্ক | ১৯°৩১′২৪″ উত্তর ১২১°৫৬′২৪″ পূর্ব / ১৯.৫২৩৩৩° উত্তর ১২১.৯৪০০০° পূর্ব [২] |
ভূগোল | |
দেশ | ফিলিপাইন |
অঞ্চল | ক্যাগায়ান ভ্যালি |
প্রদেশ | ক্যাগায়ান |
City/municipality | ক্যালিয়ান |
ভূতত্ত্ব | |
শিলার বয়স | ২.৩২+/-০.৩৫ Ma – ১৪৮০+/-৫০ B.P |
পর্বতের ধরন | মিশ্র আগ্নেয়গিরি |
আগ্নেয় চাপ | Babuyan (Bashi) Segment of Luzon-Taiwan Arc |
সর্বশেষ অগ্ন্যুত্পাত | ১৮৬০ |
বাবুইয়ান ক্লারো আগ্নেয়গিরি, যা পাঙ্গাসুন পর্বত নামেও পরিচিত, ফিলিপাইনের লুসোন প্রণালীদ্বীপের বাবুইয়ান দ্বীপপুঞ্জের উত্তরাংশে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি সম্ভাব্য সক্রিয় আগ্নেয়গিরি। এটি ১৮৬০ সালে সর্বশেষ নিশ্চিত বিস্ফোরণের পর দেশের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।[২]
আগ্নেয়গিরিটি রাজনৈতিকভাবে দেশটির ক্যাগায়ান উপত্যকা অঞ্চলের (অঞ্চল ২) ক্যাগায়ান প্রদেশের ক্যালিয়ান পৌরসভায় বাবুইয়ান ক্লারোর অনুরূপ নামধারী বরঙ্গায় অবস্থিত।
বাবুইয়ান ক্লারো একটি স্ট্র্যাটোআগ্নেয়গিরি যার উচ্চতা ৮৪৩ মিটার (২,৭৬৬ ফু) এবং ৮ কিলোমিটার (৫.০ মা) ব্যাসসমৃদ্ধ, যা বাবুইয়ান দ্বীপের কেন্দ্রে অবস্থিত (বাবুইয়ান ক্লারো দ্বীপ নামেও পরিচিত)।[১][৩] এর দক্ষিণে চারটি প্রত্নতাত্ত্বিক-তাজা আগ্নেয় গিরিখাতঃ কায়নান পর্বত, দক্ষিণ-পূর্বে নায়দি পর্বত এবং ডিওনিসিও পর্বত রয়েছে। বাবুইয়ান ক্লারো আগ্নেয়গিরিতে ৩০০ এবং ৪০০ মিটার (৯৮০ এবং ১,৩১০ ফু) ব্যাসসমৃদ্ধ দুটি খুব ভাল সংরক্ষিত গর্ত আছে।[২]
আস্কেডনা উত্তপ্ত ঝরনা বাবুইয়ান ক্লারোর দক্ষিণ বাসাল ঢালে অবস্থিত। এর তাপমাত্রা ৪৪.৬ থেকে ৫০.২ °সে (১১২.৩ থেকে ১২২.৪ °ফা)। এর পানি সামান্য অম্লীয় এবং সিলিকা উপাদান তুলনামূলকভাবে বেশি যেহেতু ঝরনাটি সরাসরি অগ্ন্যুৎপাত থেকে প্রবাহিত হয়। ঝরনার পানি কে প্রায়-নিরপেক্ষ সোডিয়াম ক্লোরাইড ব্রাইন হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।[১]
বাবুইয়ান ক্লারো আগ্নেয়গিরিতে দুটি নিশ্চিত ঐতিহাসিক অগ্ন্যুৎপাত হয়েছেঃ ১৮৩১ এবং ১৮৬০ সালে। ১৯১৩ সালের অগ্ন্যুৎপাত স্মিথসোনিয়ান ইন্সটিটিউটের বৈশ্বিক আগ্নেয়গিরি কার্যক্রম দ্বারা অনিশ্চিত হিসাবে তালিকাভুক্ত করা হয় যেখানে ১৯১৭ সালের অগ্ন্যুৎপাত স্মিথ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত হিসেবে নিশ্চিত করা হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানো অ্যান্ড সিসমোলজি দ্বারা সম্ভবত স্ট্রোম্বোলিয়ান বা ফ্রিয়াটোম্যাগম্যাটিক হিসেবে বাবুইয়ান ক্লারোর অগ্ন্যুৎপাত নির্ধারণ করা হয়।[১]
১৯৮০ সালের ফেব্রুয়ারিমাসের শুরুতে বাবুইয়ান ক্লারো আগ্নেয়গিরিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উঁচুতে ভূমিধ্বসের ফলে গরম কাদা প্রবাহের সূত্রপাত ঘটে। কাদাপ্রবাহের (লাহার) ফলে ধান ক্ষেত এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়, এবং আশেপাশের বাসিন্দারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।[৪]
১৯৯৩ সালের জুলাই মাসে আগ্নেয়গিরির উপরের ঢাল এবং শীর্ষ এলাকায় ভূমিকম্প এবং গাছপালা শুকিয়ে ফেলার অভিযোগ পাওয়া যায়, কিন্তু আগ্নেয়গিরিবিজ্ঞানীরা বলেন যে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে টেকটনিক প্লেটের ফলে এবং আগ্নেয়গিরির কার্যকলাপে কোন উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায় নি।[১]
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে এই সম্মেলনের উপরে ধূসর জলীয় বাষ্প মেঘের সংবাদ পাওয়া যায়, কিন্তু ফিভোলকস-এর আগ্নেয়গিরিবিজ্ঞানীরা বলেন যে, সিসমিক সোয়ার্মটি টেকটনিক প্লেট থেকে উৎপতন্ন হয়েছে এবং বাষ্পীয় কার্যকলাপ ছিল দুর্বল ছিল।[১]