ভূগোল | |
---|---|
অবস্থান | লুযন প্রণালি |
স্থানাঙ্ক | ১৯°১৫′ উত্তর ১২১°৪০′ পূর্ব / ১৯.২৫০° উত্তর ১২১.৬৬৭° পূর্ব |
সংলগ্ন জলাশয় |
|
মোট দ্বীপের সংখ্যা | ২৪ |
প্রধান দ্বীপসমূহ |
|
আয়তন | ৫৯০ বর্গকিলোমিটার (২৩০ বর্গমাইল)[১] |
প্রশাসন | |
অঞ্চল | কাগায়ান ভ্যালি |
প্রদেশ | কাগায়ান |
পৌরসভা |
|
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | ১৮,৭১৭ (২০১৫)[২] |
জনঘনত্ব | ৩১.৪ /বর্গ কিমি (৮১.৩ /বর্গ মাইল) |
বাবুইয়ান দীপপুঞ্জ ফিলিপাইনের একটি দীপপুঞ্জ। এটি বাবুইয়ান দ্বীপপুঞ্জের দল নামেও পরিচিত। এটি লুযনের মূল দ্বীপের উত্তরে এবং তাইওয়ানের দক্ষিণে বাশি প্রণালি হয়ে লুযন প্রণালিতে অবস্থিত। দ্বীপপুঞ্জটি পাঁচটি প্রধান দ্বীপ এবং তাদের আশেপাশের ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। এই প্রধান দ্বীপগুলো হলো বাবুইয়ান, কালায়ান, ডালুপিরি, ফুগা এবং কামিগুইন। বাবুইযান দ্বীপপুঞ্জগুলো বাবুইয়ান প্রণালি দ্বারা লুযন থেকে এবং বালিতানগ প্রণালি দ্বারা উত্তরে বাটনেস প্রদেশ থেকে পৃথক হয়েছে।
২৪ টি আগ্নেয়গিরি-সমৃদ্ধ দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের মোট আয়তন প্রায় ৫৯০ বর্গ কিমি (২৩০ বর্গ মাইল)।[১] এর মধ্যে বৃহত্তম কালায়ান যার আয়তন ১৯৬ বর্গ কিলোমিটার (৭৬ বর্গ মাইল) এবং দ্বীপ গোষ্ঠীর সর্বোচ্চ চূড়াটি হলো বাবুইয়ান ক্লারোর মাউন্ট পাঙ্গাসুন (১,১০৮ মিটার বা ৩,৬৩৫ ফুট)।[৩]
নিচে বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং তাদের সংলগ্ন দ্বীপপুঞ্জের ক্ষেত্রফল[৪] ও সর্বোচ্চ উচ্চতা দেওয়া হলো:[৩]
প্রধান দ্বীপসমূহ | সংলগ্ন ক্ষুদ্র দ্বীপ | ক্ষেত্রফল | সর্বোচ্চ উচ্চতা |
---|---|---|---|
বাবুইয়ান ক্লারো |
|
১০০ কিমি২ ৩৯ মা২ |
১,১০৮ মি ৩,৬৩৫ ফু |
কালায়ান |
|
১৯৬ কিমি২ ৭৬ মা২ |
৪৯৯ মি ১,৬৩৭ ফু |
কামিগুইন |
|
১৬৬ কিমি২ ৬৪ মা২ |
৮২৮ মি ২,৭১৭ ফু |
দালুপিরি দ্বীপ |
|
৫০ কিমি২ ১৯ মা২ |
২৯৭ মি ৯৭৪ ফু |
ফুগা দ্বীপ |
|
৭০ কিমি২ ২৭ মা২ |
২০৮ মি ৬৮২ ফু |
ডিডিকাস দ্বীপ | ০.৭ কিমি২ ০.২৭ মা২ |
২৪৪ মি ৮০১ ফু | |
বালিন্তাং দ্বীপ |
দ্বীপপুঞ্জের পূর্ব দ্বীপগুলো লুযন ভলকানিক আর্কের অংশ। দুটি দ্বীপের তিনটি আগ্নেয়গিরিতে ঐতিহাসিক সময়ে অগ্নুৎপাত হয়েছে। আগ্নেয়গিরিগুলো হলো কামিগুইন দ্বীপে কামিগুইন ডি বাবুয়নেস,[৫] বাবুইয়ান দ্বীপে বাবুইয়ান ক্লারো আগ্নেয়গিরি এবং স্মিথ আগ্নেয়গিরি (মাউন্ট বাবুইয়ান নামেও পরিচিত)।[৬]
কামিগুইন দ্বীপ থেকে মাত্র ২২ কিলোমিটার (১৪ মাইল) উত্তরপূর্বে অবস্থিত ডিডিকাস দ্বীপের ছোট আগ্নেয়দ্বীপ ডিডিকাস আগ্নেয়গিরি ১৯৫২ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার (৬৫৬ ফুট) উপরে উঠে স্থায়ী দ্বীপে পরিণত হয়েছিল।[৭][৮]
দ্বীপপুঞ্জের মধ্যে থাকা সমস্ত দ্বীপগুলো হ্যারিবন ফাউন্ডেশন এবং বার্ডলাইফ ইন্টারন্যাশনাল দ্বারা মূল জীববৈচিত্র্য অঞ্চল বা ভৌগোলিক এবং জীবতাত্ত্বিক গুরুত্বের কারণে অসামান্য সার্বজনীন মূল্যযুক্ত সাইট হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। দ্বীপপুঞ্জের মধ্যে থাকা সমস্ত দ্বীপগুলো কখনও কোনও বড় ভূমির অংশ ছিল না। এর ফলে এদের অনন্য উদ্ভিদ এবং প্রাণীজগৎ রয়েছে, যার বেশিরভাগই অন্য কোথাও পাওয়া যায় না। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অধিদপ্তর দ্বারা পরিচালিত একটি গবেষণায় এই অঞ্চলে কমপক্ষে ৫টি প্রাণি অঞ্চল পাওয়া গিয়েছে, যা বিশ্বের উচ্চ ঘনত্ব পৃথক প্রাণি অঞ্চলের মধ্যে অন্যতম। এই দ্বীপপুঞ্জগুলো ফিলিপাইনের সবচেয়ে বেশি বিপদগ্রস্থ পাখির প্রজাতির আবাসস্থল। এর মধ্যে আছে কালায়ান রেল নামক পাখি (শুধুমাত্র কালায়ান দ্বীপে পাওয়া যায়) এবং ফিলিপাইনের সবচেয়ে বিপদগ্রস্থ সাপের প্রজাতি, রসেস উলফ সাপ (কেবলমাত্র পাওয়া যায় ডালুপিরির ছোট দ্বীপ)। দ্বীপপুঞ্জটি বিপন্ন কুঁজো তিমির জন্য একটি আবাসস্থল। এই তিমি দক্ষিণ পূর্ব এশিয়ার সীমিত কয়েকটি তিমির প্রজাতির মধ্যে একটি। প্রাকৃতিক বিশ্ব এবং ফিলিপাইনের জীববৈচিত্র্যে এর অমূল্য গুরুত্বের কারণে বিভিন্ন বৈজ্ঞানিক ও সংরক্ষণ গোষ্ঠী একে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় এর অন্তর্ভুক্তির জন্য তদবির করছে।
কুঁজো তিমিগুলো এই অঞ্চলে পুনরায় উপনিবেশ স্থাপন করেছে এবং প্রজাতিটির জন্য বাবুইয়ান ফিলিপাইনের মধ্যে একমাত্র শীতকেন্দ্র (শীতকালে হওয়া স্থানান্তরিত প্রাণীর আশ্রয়স্থল) হয়ে উঠেছে।[৯][১০] যদিও বাবুইয়ান দ্বীপপুঞ্জের ঐতিহাসিক প্রমাণ নিশ্চিত করা যায় নি।[১১]
পুরো দ্বীপপুঞ্জটি বাবুইয়ান, কালায়ান, কামিগুইন এবং ডালুপিরি নিয়ে কালায়ান পৌরসভার অন্তর্ভুক্ত[১২] এবং ফুগা আপারি পৌরসভার অন্তর্গত।[১৩]
বাবুইয়ান এবং ডালুপিরি পৌরসভার মধ্যে স্বতন্ত্র বারাঙ্গায় (ফিলিপাইনের ক্ষুদ্রতম প্রশাসনিক বিভাগ) যাদের নাম যথাক্রমে বাবুইয়ান ক্লারো এবং ডালুপিরি। অন্যদিকে ফুগা দ্বীপটিও আপারি পৌরসভার স্বতন্ত্র বারাঙ্গায় যার নাম ফুগা দ্বীপ।