বামণ্ডা রাজ্য বামড়া রাজ্য | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||
১৫৪৫–১৯৪৮ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বামণ্ডা রাজ্যের মানচিত্র | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৫,১৪৯ বর্গকিলোমিটার (১,৯৮৮ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ১,২৩,৩৭৮ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৫৪৫ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
ভারতের রাজপুত প্রদেশ - বামড়া দেশীয় রাজ্য |
বামণ্ডা রাজ্য ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ এটির আয়তন ছিলো প্রায় ৫১৪৯ বর্গকিলোমিটার৷ রাজ্যটির রাজধানী ছিলো দেবগড় শহরে যা বর্তমানে দেবগড় জেলায় অবস্থিত৷ ১৯৪৮ খ্রিস্টাব্দে রাজ্যটির শেষ শাসক এটিকে ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত করায় স্বাক্ষর করেন৷
বামণ্ডা রাজ্যটি মহানদী নদী উপত্যকা এবং ছোট নাগপুর মালভূমির মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে অবস্থিত ছিলো৷ [১] অধিকাংশ অঞ্চলই ছিলো জঙ্গল আচ্ছন্ন, যা বিপুল সংখ্যক কাঠ ও লাক্ষার যোগান দেয়, এছাড়া এই অঞ্চল লৌহ আকরিকে সমৃদ্ধ৷ ব্রাহ্মণী এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী৷ ওড়িশায় অধিরাজ্যের অন্তর্গত পাঁচটি এমন রাজ্য যেগুলিকে মধ্য ভারত থেকে বেঙ্গল প্রেসিডেন্সিতে স্থানান্তরিত করা হয়েছিলো, তার মধ্যে বামণ্ডা রাজ্য একটি৷ ১৯০৫ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এটি বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত একটি দেশীয় রাজ্যে স্থানান্তরিত হয়৷[২]
জনশ্রুতি রয়েছে যে বামণ্ডা রাজ্যের রাজবংশ মূলত পাটনাগড়ের গঙ্গবাসী রাজবংশের একটি অংশ। মনে করা হয় ১৫৪৫ খ্রিস্টাব্দ নাগাদ স্থানীয় ভূইয়া এবং খোণ্ড জাতির গুপ্তচরগণ পাটনাগড় রাজ্যের রাজবংশীর একটি শিশুকে অপহরণ করেন এবং বামণ্ডা রাজ্যের সিংহাসনে বসান।
বামণ্ডা রাজ্যের উত্তর পূর্ব প্রান্ত দিয়ে দীর্ঘায়িত হয়েছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বেঙ্গল-নাগপুর রেলওয়ে, যার দুটি স্টেশন তথা বামড়া রোড এবং গড়পোস ছিল এই রাজ্যের অন্তর্গত। [১] ১৯০৫ খ্রিষ্টাব্দ অবধি এটি মধ্যভারত দেশের অন্তর্গত ছত্রিশগড় বিভাগের রাজনৈতিক তত্ত্বাবধানে এবং কমিশনারের আইনানুগ ছিল। আবার ১৯১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এটি বেঙ্গল প্রেসিডেন্সি অন্তর্গত এবং ১৯৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি বিহার ও উড়িষ্যা প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। এরপর এটি উড়িষ্যা প্রদেশের অন্তর্ভুক্ত একটি দেশীয় রাজ্য ছিল। ১৯৪৮ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি দেশীয় রাজ্যটি ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়।[৩][৪]