বারাকি বারাক জেলা Baraki Barak District | |
---|---|
জেলা | |
বারাকি বারাক জেলা লগার প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | লগার প্রদেশ |
সময় অঞ্চল | D† (আফগানিস্তান স্ট্যান্ডার্ড সময়) (ইউটিসি+৪:৩০) |
বারাকি বারাক জেলা (ফার্সি: ولسوالی برکی برک) আফগানিস্তানের লগার প্রদেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা।[১] ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ওয়ারদক প্রদেশ, উত্তর-পূর্ব ও পোল-ই-আলম জেলা এবং দক্ষিণে খারওয়ার ও চরখ জেলার সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১০১,০০০ জন এর মত।[২] জেলাটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে বারাকি বারাক - যেটি পূর্বে প্রাদেশিক রাজধানী হিসেবে সমাদৃত ছিল। এটি লগার নদী উপত্যকার জেলার উত্তর অংশে অবস্থান করছে। বারাকি রাজন হচ্ছে এই জেলার আরেকটি গুরুত্বপূর্ণ শহর, যেটি জেলা কেন্দ্র থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত।[৩]