বারুক স্যামুয়েল ব্লুমবার্গ | |
---|---|
![]() | |
জন্ম | ব্রুকলিন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | ২৮ জুলাই ১৯২৫
মৃত্যু | এপ্রিল ৫, ২০১১ মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ইউনিয়ন কলেজ ব্যালিয়ল কলেজ, অক্সফোর্ড কলাম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স |
পরিচিতির কারণ | হেপাটাইটিস বি ভাইরাস |
দাম্পত্য সঙ্গী | Jean Liebesman (বি. ১৯৫৪) |
সন্তান | Jane, Anne, George and Noah |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন, শারীরতত্ত্ব |
প্রতিষ্ঠানসমূহ | ফক্স চেজ ক্যান্সার সেন্টার পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় নাসা অ্যাস্ট্রোবায়োলজি ইন্সটিটিউট |
টীকা | |
বারুক স্যামুয়েল ব্লুমবার্গ একজন মার্কিন চিকিৎসক। তিনি ১৯৭৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ব্লামবার্গ হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করেন এবং পরবর্তীতে এর রোগনির্ণয় পরীক্ষা উদ্ভাবন এবং টিকা তৈরি করেন। [২]
ব্লুমবার্গ ১৯২৫ সালের ২৮ জুলাই নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তিনি ফার রকঅ্যাওয়ে হাই স্কুল এ পড়াশোনা করেন। তিনি নিউ ইয়র্কের ইউনিয়ন কলেজ থেকে ১৯৪৬ সালে সম্মানসহ গ্র্যাজুয়েট হন। তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে ১৯৫১ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৪ সালে ফক্স চেজ ক্যান্সার সেন্টার এর সদস্য হন। তিনি ১৯৭৭ সালে পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যালিয়ল কলেজ, অক্সফোর্ড এর মাস্টার ছিলেন।