বার্গান্ডি | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #800020 |
sRGBB (r, g, b) | (128, 0, 32) |
HSV (h, s, v) | (345°, 100%, 25%) |
উৎস | [১][২][৩] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক |
বার্গান্ডি (ইংরেজি: Burgundy) একটি গাঢ় লাল-বেগুনি বা গাঢ় লাল-বাদামী ঘরানার রঙ বিশেষ। রঙের নামটি বার্গান্ডি মদ (ফ্রান্সের বার্গান্ডি অঞ্চল থেকে, প্রাচীন জার্মানিক বার্গান্ডিয়ানদের নামানুসারে) এর নাম থেকে নেওয়া হয়েছে।[৪]
বার্গান্ডি রঙটি মেরুন, কর্ডোভান এবং অক্সব্লাড রঙের মতোই যার সবকটিই গাঢ় লাল রঙের রকমফের। তবে সূক্ষ্মভাবে বার্গান্ডি রঙ ওই রঙগুলোর থেকে কিছুটা থেকে পৃথক।
ইংরেজিতে রঙের নাম হিসাবে "বার্গান্ডি" শব্দটির প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় ১৮৮১ সালে।[৫]
নুতন বার্গান্ডি | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #9F1D35 |
sRGBB (r, g, b) | (159, 29, 53) |
CMYKH (c, m, y, k) | (0, 97, 100, 40) |
HSV (h, s, v) | (345°, 55%, 60%) |
উৎস | [৬] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
কসমেটোলজিতে, চুল রঙ করার জন্য উজ্জ্বল ঘরানার বার্গান্ডি রঙটি ব্যবহার করা হয় যা নুতন বার্গান্ডি নামে পরিচিত।[৭]
আদি বার্গান্ডি | |
---|---|
রঙের স্থানাঙ্ক | |
হেক্স ট্রিপলেট | #43302E |
sRGBB (r, g, b) | (67, 48, 46) |
CMYKH (c, m, y, k) | (0, 28, 31, 74) |
HSV (h, s, v) | (6°, 31%, 26[৮]%) |
উৎস | [৯] |
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক |
কালো বার্গান্ডি বা আদি বার্গান্ডি হলো বার্গান্ডি রঙের গাঢ় কালচে একটি প্রভেদ। ইংরেজিতে রঙের নাম হিসেবে আদি বার্গান্ডি বা ওল্ড বার্গান্ডি শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৯২৬ সালে।[১০][১১]