বালদিবিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (স্পেনীয়: Festival Internacional de Cine de Valdivia (FICV o FICVALDIVIA)) এক ধরনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা। চিলিরলস রিওসঅঞ্চলেরবালদিবিয়া শহরে বার্ষিকাকারে এ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।
উনিবের্সিদাদ আউস্ত্রাল দে চিলে-র (Universidad Austral de Chile) সিনে ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ১৯৯৪ সালে এ উৎসবের সূচনা ঘটে। পরের বছর থেকে ‘বালদিবিয়া সিনে এ বিদেও’ শিরোনামে একটি প্রতিযোগিতা এ উৎসবে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে বর্তমান নামে পরিচিতি ঘটানো হয়।[১] চিলির দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ উৎসবটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে যায়। পরবর্তীকালে জাতীয় পর্যায়ে চিলির সেরা চলচ্চিত্র উৎসবে পরিণত হয়।[১] এ পর্যন্ত চার সহস্রাধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের চলচ্চিত্র এখানে প্রদর্শিত হয়েছে।[২]
উৎসবের শুরুর দিনগুলোয় জীববৈচিত্র্যকে ঘিরে উপস্থাপনা করা হতো। ফলশ্রুতিতে বর্ণাঢ্যময় সোনা দিয়ে মোড়ানো ট্রফি হিসেবে দক্ষিণ চিলির তথা বিশ্বের এক ধরনের ক্ষুদ্রাকৃতি হরিণপুদুকে (Pudú) চিত্রিত করা হয়েছে।[৩] ২০০১সালে থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের সূচনা ঘটানো হয়। এরফলে এ উৎসবটি চিলির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রতিযোগিতায় রূপান্তরিত হয়।
↑ কখElotrocine.cl (অক্টোবর ৮, ২০১৩)। [http: //www.emol.com/noticias/magazine/2013/10/08/623530/director-del-festival-de-valdivia-en- A-contest-that-and-play-ceiling-and-will-be-required.html "18th International Film Festival Of Valdivia FICVALDIVIA: Winners"]|ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০১৩।
↑ কখগFestival Internacional de Cine de Valdivia 17 - 2010 (২০১০)। "El festival desde sus inicios"। ৭ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৩।