আহমেদ ইবনে ইয়াহিয়া আল বালাজুরী (আরবিঃ أحمد بن يحيى بن جابر البلاذري) ৯ম শতকের একজন বিখ্যাত মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক। তিনি আব্বাসীয় খলিফা আল মুতাওয়াক্কিল এর সময়, তার দরবারে প্রচুর সুবিধা ভোগ করেছেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় বাগদাদে কাটিয়েছেন এবং ইতিহাস সংগ্রহের জন্য সিরিয়া ও ইরাক ভ্রমণ করেছেন।[১]
তিনি আহমেদ বিন ইয়াহিয়া বিন জাবের বিন আল বালাজুরী, বালাজুরী আহমেদ বিন ইয়াহিয়া বিন জাবের আবুল হাসান, আবি আল হাসান বালাজুরী প্রভৃতি নামে পরিচিত থাকলেও আল বালাজুরী বা বালাজুরী নামেই তিনি ইতিহাসে বিখ্যাত হয়েছেন।[১]
আল বালাজুরীর সঠিক জন্মস্থান পাওয়া যায়না। তবে আরব[২][৩] ও পারস্য[৪] উভয় জাতীয়তাবাদ বলে ধারণা করা হয়। যদিও বালাজুরী আরবদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এবং তার এই অনারব জাতীয়তাবাদকে মাসুদী নিন্দা করেছেন। তিনি আল মুতাওয়াক্কিল ও আল মুস্তাইন এর সময় রাজপ্রাসাদে অবস্থান করতেন। এবং খলিফার ছেলে আল মুতাজের গৃহ শিক্ষক ছিলেন।[১][৫]
↑ কখগOne or more of the preceding sentences incorporates text from a publication now in the public domain: Chisholm, Hugh, ed. (1911). "Balādhurī". Encyclopædia Britannica. 3 (11th ed.). Cambridge University Press. p. 233. (ইংরেজি ভাষায়)।