বাল্টিমোর–ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||
![]() ২০০৯ সালের মে মাসে বিমানবন্দরের প্রধান টার্মিনাল | |||||||||||||||||||
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | |||||||||||||||||||
অবস্থান | অ্যান আরুন্ডেল কাউন্টি, মেরিল্যান্ড, ইউ.এস. | ||||||||||||||||||
চালু | ২৪ জুন ১৯৫০ | ||||||||||||||||||
মনোনিবেশ শহর | সাউথওয়েস্ট এয়ারলাইন্স | ||||||||||||||||||
এএমএসএল উচ্চতা | ১৪৩ ফুট / ৪৪ মিটার | ||||||||||||||||||
স্থানাঙ্ক | ৩৯°১০′৩১″ উত্তর ০৭৬°৪০′০৬″ পশ্চিম / ৩৯.১৭৫২৮° উত্তর ৭৬.৬৬৮৩৩° পশ্চিম | ||||||||||||||||||
ওয়েবসাইট | BWIairport.com | ||||||||||||||||||
মানচিত্র | |||||||||||||||||||
![]() এফএএ বিমানবন্দর রেখাচিত্র | |||||||||||||||||||
![]() | |||||||||||||||||||
রানওয়ে | |||||||||||||||||||
| |||||||||||||||||||
হেলিপ্যাড | |||||||||||||||||||
| |||||||||||||||||||
পরিসংখ্যান (২০২২) | |||||||||||||||||||
মেরিল্যান্ড এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এমডিওটি এমএএ)[১] | |||||||||||||||||||
| |||||||||||||||||||
উৎস: বিডব্লিউআই বিমানবন্দর[২] |
বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দর হলো যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের অ্যান আরুন্ডেল কাউন্টির একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এটি সাধারণত বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। বিমানবন্দরটি মেরিল্যান্ড ডাউনটাউন বাল্টিমোর থেকে ৯ মাইল (১৪ কিমি) দক্ষিণে ও ওয়াশিংটন ডিসির ৩০ মাইল (৪৮ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।[৩][৪]
ওয়াশিংটন–বাল্টিমোর মহানগর অঞ্চলে পরিষেবা প্রদানকারী ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর ও রোনাল্ড রিগান ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর সহ তিনটি বিমানবন্দরের মধ্যে বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর হল বৃহত্তম।[৫]
বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম-ব্যস্ততম বিমানবন্দর এবং ২০২১ সালের হিসাবে বাল্টিমোর-ওয়াশিংটন মহানগর অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এটি সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বেশ কয়েকটি পরিচালনাগত ঘাঁটির মধ্যে অন্যতম একটি হিসেবে কাজ করে।[৬] এই বিমানবন্দর ৩,১৬০ একর (১,২৮০ হেক্টর) জমি জুড়ে বিস্তৃত রয়েছে।[৭][৮]
The Maryland Department of Transportation Maryland Aviation Administration (MDOT MAA) is the owner and operator of BWI Marshall Airport (BWI) and Martin State Airport (KMTN).