বাস্তবতা থেকে আইনের উদ্ভব হয় (লাতিন Ex factis jus oritur) আন্তর্জাতিক আইনের একটি মূলনীতি। এই নীতিবাক্যটি অনুযায়ী কিছু নির্দিষ্ট বাস্তব ঘটনার নির্দিষ্ট আইনি পরিণাম হয়।[১] এর প্রতিদ্বন্দ্বী মূলনীতিটি হল অবিচার থেকে আইনের উদ্ভব হয় না (লাতিন Ex injuria jus non oritur), যা অনুযায়ী বেআইনি কর্মকাণ্ড থেকে আইনের সৃষ্টি হয় না।[২]
আন্তর্জাতিক আইন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |