বাহাওয়ালনগর Bahawalnagar بہاولنگر | |
---|---|
জেলা | |
![]() জেলাটির অবস্থান | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
সদরদপ্তর | বাহাওয়ালনগর |
সরকার | |
• জাতীয় পরিষদের সদস্য | সৈয়দ মুহাম্মদ আসগার শাহ (এনকে-১৮৮) আলম দাদ লালিকা (এনকে-১৮৯) তাহির বশির চিমা (এনএ -০৯) ইজাজ-উল-হক (এনএ -১৯১) |
আয়তন | |
• মোট | ৮,৮৭৮ বর্গকিমি (৩,৪২৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ২৯,৮১,৯১৯ |
• জনঘনত্ব | ৩৪০/বর্গকিমি (৮৭০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৫ |
তহসিল | বাহাওয়ালনগর চিশতিয়ান আব্বাস দুর্গ হারুনাবাদ মিনচিনাবাদ |
বাহাওয়ালনগর জেলা (উর্দু: ضِلع بہاولنگر), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি জেলা। পাকিস্তানের স্বাধীনতার পূর্বে, বাহাওয়ালনগর ছিল বাহাওয়ালপুরের নবাব কর্তৃক বাহাওয়ালপুর রাজ্যের একটি অংশ। বাহাওয়ালনগর হচ্ছে জেলাটির রাজধানী শহর। ২০১৭ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৯,৮২,০০০ জন এর মত।[২]
বাহাওয়ালনগর জেলার ৫টি তহসিল এবং ১১৮ টি ইউনিয়ন পরিষদসহ নিয়ে ৮,৮৭৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত হয়েছে।[৩]
তহসিলের নাম | ইউনিয়নের সংখ্যা |
---|---|
বাহাওয়ালনগর | ৩১ |
চিশতিয়ান | ২ |
আব্বাস দুর্গ | ১৬ |
হারুনাবাদ | ২২ |
মিনচিনাবাদ | ২০ |
মোট | ১১৮ |
১৯৯৮ সালের জাতীয় আদমশুমারির হিসাব অনুসারে, জেলার প্রধান ভাষা বা মাতৃভাষা হচ্ছে পাঞ্জাবী, যা জনসংখ্যার প্রায় ৯৪.৬% মানুষ কথা বলে থাকে, এছাড়াও উর্দু রয়েছে ৩.৭% এবং সরাইকি ১.২%।[৪]:৪২[৫]
পাকিস্তানের ১৯৯৮ সালের আদমশুমারির হিসাব অনুসারে বাহাওয়ালনগরের জনসংখ্যা ছিল প্রায় ২,০৬১,৪৪৭ জন এর মত।[৬]
টেমপ্লেট:Administrative divisions of Bahawalnagar District