বি. আর. চোপড়া | |
---|---|
![]() ২০১৩ সালের ডাকটিকেটে বি. আর. চোপড়া | |
জন্ম | বলদেব রাজ চোপড়া ২২ এপ্রিল ১৯১৪ |
মৃত্যু | ৫ নভেম্বর ২০০৮ মুম্বই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৯৪)
মাতৃশিক্ষায়তন | পাঞ্জাব বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র প্রযোজক, পরিচালক |
কর্মজীবন | ১৯৪৪-২০০৬ |
দাম্পত্য সঙ্গী | প্রকাশ চোপড়া |
সন্তান | ৩, রবি চোপড়া-সহ |
আত্মীয় | দেখুন চোপড়া-জোহর পরিবার |
সম্মাননা |
|
বলদেব রাজ চোপড়া (২২ এপ্রিল ১৯১৪ - ৫ নভেম্বর ২০০৮)[১] একজন ভারতীয় পরিচালক ও প্রযোজক। তিনি বলিউড ও টেলিভিশন ধারাবাহিকে কাজের জন্য সুপরিচিত। তিনি কানুন (১৯৬০), ধর্মপুত্র (১৯৬১), গুমরাহ (১৯৬৩) ও হমরাজ (১৯৬৭) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র বিভাগে মেধার সনদ অর্জন করেন। তার নির্মিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল - নয়া দৌড় (১৯৫৭), সাধনা (১৯৫৮), ইনসাফ কা তরাজু (১৯৮০), নিকাহ (১৯৮২), আওয়াম (১৯৮৭) এবং টিভি ধারাবাহিক - মহাভারত।[২]
চলচ্চিত্রে অবদানের জন্য তাকে ১৯৯৮ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০১ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়। এছাড়া ২০০৪ সালে তাকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
তার ছোট ভাই যশ চোপড়া, পুত্র রবি চোপড়া এবং ভাইপো আদিত্য চোপড়া ও উদয় চোপড়া এবং বোনপো করণ জোহর বলিউড চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত।
চোপড়া ১৯১৪ সালের ২২শে এপ্রিল তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমান পাঞ্জাব, ভারত) শহীদ ভগৎ সিং নগর জেলা (সাবেক নাওয়ানশহর জেলা) রাহোনে জন্মগ্রহণ করেন। তার পিতা বিলায়েতি রাজ চোপড়া পিডাব্লিউডির কর্মচারী ছিলেন। তার ছোট ভাই যশ চোপড়া একজন চলচ্চিত্র নির্মাতা এবং ভাইপো আদিত্য চোপড়া ও উদয় চোপড়া এবং বোনপো করণ জোহর ভারতীয় চলচ্চিত্রের সাথে জড়িত।[৩]
তার স্ত্রী প্রকাশ চোপড়া। তাদের এক পুত্র - রবি চোপড়া এবং দুই কন্যা - শশী ও বীণা।[৪]
তিনি ২০০৮ সালের ৫ই নভেম্বর ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৫]