জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বি. সরোজা দেবী | |
---|---|
জন্ম | রাধাদেবী গৌড়া (১৯৩৮-০১-০৭)৭ জানুয়ারি ১৯৩৮ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৫-২০১৯ |
দাম্পত্য সঙ্গী | শ্রী হর্ষ (বিয়েঃ ১৯৬৭-১৯৮৬) ব্যক্তিটির মৃত্যু |
আত্মীয় | [তথ্যসূত্র প্রয়োজন] |
পুরস্কার | পদ্মশ্রী, পদ্মভূষণ |
বি. সরোজা দেবী (জন্মঃ ১৯৩৮) ভারতের একজন চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন যিনি মূলত তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করতেন, এছাড়াও তিনি গুটিকয়েক হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন। ছয় দশকে তিনি প্রায় ২০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১][২][৩] তামিল ভাষায় তাকে কান্নাড়াতু পাইংগিলি (কন্নড়ী তোতা) বলা হতো।[৩][৪]
]]