বিউটি অ্যান্ড দ্য বিস্ট | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | |
প্রযোজক | ডন হান |
চিত্রনাট্যকার | লিন্ডা ওলভার্টন |
কাহিনিকার |
|
উৎস | জঁ-মারি লেপ্রিন্স দে বিউমন্ত কর্তৃক বিউটি অ্যান্ড দ্য বিস্ট |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | ডেভিড ওগডেন স্টিয়ার্স (ভুমিকাংশ) |
সুরকার | অ্যালান মেনকেন |
সম্পাদক | জন কার্নোচান |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | বুয়েনা ভিস্তা স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ৮৪ মিনিট[২] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৫ মিলিয়ন |
আয় | $৪২৫ মিলিয়ন[৩] |
বিউটি অ্যান্ড দ্য বিস্ট (ইংরেজি: Beauty and the Beast; বাংলা অনুবাদ: সুন্দরী ও দানব) ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন অ্যানিমেশন সঙ্গীতধর্মী রোম্যান্টিক নাট্য চলচ্চিত্র। ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে নির্মিত চলচ্চিত্র পরিচালনা করেছেন গ্যারি ট্রোসডেল ও কার্ক ওয়াইজ। এটি ডিজনির ৩০তম অ্যানিমেশন চলচ্চিত্র এবং ডিজনির রেনেসাঁ যুগে মুক্তিপ্রাপ্ত তৃতীয় চলচ্চিত্র। ছবিটি জঁ-মারি লেপ্রিন্স দ্য বিউমন্ত রচিত একই নামের ফরাসি রূপকথার গল্প[৪] এবং জঁ কক্টিউ পরিচালিত ১৯৪৬ সালের একই নামের ফরাসি চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। ছবিটির প্রধান চরিত্রসমূহে কণ্ঠ দিয়েছেন পেইজ ওহারা, রবি বেনসন, রিচার্ড হোয়াইট, জেরি ওরবাক, ডেভিড ওগডেন স্টিয়ার্স, অ্যাঞ্জেলা লান্সবেরি।[৫]
১৯৯১ সালের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি উদ্বোধনী প্রদর্শনী হয় এবং পরে ১৩ নভেম্বর এল ক্যাপিটান থিয়েটারে ছবিটি মুক্তি দেওয়া হয়। ২২ নভেম্বর সারা যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত $২৫ মিলিয়ন বাজেটের ছবিটি সারা বিশ্বে $৪২৫ মিলিয়ন আয় করে। ছবিটি সমালোচকদের প্রশংসা লাভ করে এবং গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র পুরস্কার লাভ করে ও প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে। ছবিটি এর শীর্ষ সঙ্গীত "বিউটি অ্যান্ড দ্য বিস্ট" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর ও শ্রেষ্ঠ মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার লাভ করে।
বিউটি অ্যান্ড দ্য বিস্ট চলচ্চিত্রের সঙ্গীত | ||||
---|---|---|---|---|
বিভিন্ন শিল্পী কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২৯ অক্টোবর ১৯৯১ | |||
শব্দধারণের সময় | ১৯৯০-১৯৯১ | |||
স্টুডিও | ওয়াল্ট ডিজনি পিকচার্স | |||
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৫০:১২ | |||
সঙ্গীত প্রকাশনী | ওয়াল্ট ডিজনি রেকর্ডস | |||
প্রযোজক | অ্যালান মেনকেন হাওয়ার্ড অ্যাশম্যান | |||
বিভিন্ন শিল্পী কালক্রম | ||||
|
বিউটি অ্যান্ড দ্য বিস্ট চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অ্যালান মেনকেন ও হাওয়ার্ড অ্যাশম্যান।[২০] গানের কথা লিখেছেন টিম রাইস। গানগুলো পরে ২০১৭ সালের একই নামের চলচ্চিত্র সংস্করণের ব্যবহৃত হয়।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ভূমিকাংশ" | ২:২৬ | |
২. | "বেল" | জেসি কর্টি, পেইজ ওহারা, রিচার্ড হোয়াইট ও অন্যান্য | ৫:০৯ |
৩. | "বেল (রিপ্রাইস)" | পেইজ ও'হারা | ১:০৫ |
৪. | "গ্যাস্টন" | জেসি কর্টি, রিচার্ড হোয়াইট ও অন্যান্য | ৩:৪০ |
৫. | "গ্যাস্টন (রিপ্রাইস)" | জেসি কর্টি, রিচার্ড হোয়াইট ও অন্যান্য | ২:০৪ |
৬. | "বি আওয়ার গেস্ট" | অ্যাঞ্জেলা লান্সবেরি, জেরি ওরবাক ও অন্যান্য | ৩:৪৪ |
৭. | "সামথিং দেয়ার" | অ্যাঞ্জেলা লান্সবেরি, ডেভিড ওগডেন স্টিয়ার্স, জেরি ওরবাক, পেইজ ওহারা ও রবি বেনসন | ২:১৯ |
৮. | "দ্য মব সং" | অ্যাঞ্জেলা লান্সবেরি, ডেভিড ওগডেন স্টিয়ার্স, জেরি ওরবাক, কিমি রবার্টসন, পেইজ ওহারা ও রেক্স এভারহার্ট | ৩:৩০ |
৯. | "বিউটি অ্যান্ড দ্য বিস্ট" | অ্যাঞ্জেলা লান্সবেরি | ২:৪৬ |
১০. | "বিউটি অ্যান্ড দ্য বিস্ট (দ্বৈত)" | সেলিন ডিয়ন ও পিয়াবো ব্রাইসন | ৪:০৪ |
বিউটি অ্যান্ড দ্য বিস্ট চলচ্চিত্রের অসম্পূর্ণ সংস্করণের উদ্বোধনী প্রদর্শনী হয় ১৯৯১ সালের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে।[২১] সম্পূর্ণ ছবিটি ১৩ নভেম্বর এল ক্যাপিটান থিয়েটারসহ কয়েকটি থিয়েটারে সীমিত মুক্তি দেওয়া হয় এবং পরে ২২ নভেম্বর বৃহৎ পরিসরে মুক্তি দেওয়া হয়। ছবিটি ১৯৯২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে বিশেষ প্রদর্শনীতে দেখানো হয়।[২২]
পুরস্কার | আয়োজনের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
গোল্ডেন গ্লোব পুরস্কার[২৩] | ১৯ জানুয়ারি ১৯৯২ | সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র | ডন হান | বিজয়ী |
শ্রেষ্ঠ মৌলিক সুর | অ্যালান মেনেকেন | বিজয়ী | ||
শ্রেষ্ঠ মৌলিক গান | অ্যালান মেনেকেন ও হাওয়ার্ড অ্যাশম্যান "বিউটি অ্যান্ড দ্য বিস্ট" গানের জন্য |
বিজয়ী | ||
অ্যালান মেনেকেন ও হাওয়ার্ড অ্যাশম্যান "বি আওয়ার গেস্ট" গানের জন্য |
মনোনীত | |||
একাডেমি পুরস্কার[২৪] | ৩০ মার্চ ১৯৯২ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | ডন হান | মনোনীত |
শ্রেষ্ঠ মৌলিক সুর | অ্যালান মেনেকেন | বিজয়ী | ||
শ্রেষ্ঠ মৌলিক গান | অ্যালান মেনেকেন ও হাওয়ার্ড অ্যাশম্যান "বিউটি অ্যান্ড দ্য বিস্ট" গানের জন্য |
বিজয়ী | ||
অ্যালান মেনেকেন ও হাওয়ার্ড অ্যাশম্যান "বি আওয়ার গেস্ট" গানের জন্য |
মনোনীত | |||
অ্যালান মেনেকেন ও হাওয়ার্ড অ্যাশম্যান "বেল" গানের জন্য |
মনোনীত | |||
শ্রেষ্ঠ শব্দগ্রহণ | টেরি পর্টার, মেল মেটকাফ, ডেভিড জে হাডসন, ডক কেইন | মনোনীত |
টেমপ্লেট:বিউটি অ্যান্ড দ্য বিস্ট টেমপ্লেট:ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্ট