বিকাশ গুপ্তা | |
---|---|
विकास गुप्ता | |
![]() বিকাশ গুপ্তা | |
জন্ম | [১] | ৭ মে ১৯৮৭
জাতীয়তা | ![]() |
শিক্ষা | রায় ইউনিভার্সিটি |
পেশা | টেলিভিশন প্রযোজক, সৃজনশীল পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, গায়ক, রিয়্যালিটি টেলিভিশন প্রতিযোগী, উপস্থাপক |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
পরিচিতির কারণ | গুমরাহ: এন্ড অফ ইনসেন্স, #বেড কোম্পানি, বিগ বস ১১ |
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) |
পিতা-মাতা |
|
আত্মীয় | কমল গুপ্তা (বোন) ওয়াতান গুপ্তা (ভাই) সিদ্ধার্থ গুপ্তা (ভাই) |
বিকাশ গুপ্তা হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অনুষ্ঠান প্রযোজক, সৃজনশীল পরিচালক, চিত্রনাট্যকার, উপস্থাপক এবং অভিনেতা।[২] তিনি ২০১৭ সালে জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১১-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন,[৩] যেখানে তিনি ৩য় স্থান অধিকার করেন।
বিকাশ গুপ্তা ৭ মে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন।[১] তিনি হচ্ছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ গুপ্তার বড় ভাই।[৪]
বিকাশ গুপ্তা একতা কাপুরের বালাজী টেলিফিল্মের সৃজনশীল প্রধান ছিলেন। সেসময় তিনি মহাভারত, কিউকি সাস ভি কভি বহু থি এবং কি দেশ ম্যায় হ্যায় মেরা দিলের মতো অনুষ্ঠান পরিচালনা করেছেন।[২] পরবর্তীতে তিনি তার নিজস্ব প্রযোজনা স্টুডিও, "দ্য লস্ট বয় প্রোডাকশন" শুরু করেন। এর মাধ্যমে তিনি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান গুমরাহ: এন্ড অফ ইনসেন্স, ক্যায়সি ইয়ে ইয়ারিয়া, ভি দ্য সিরিয়াল, ইয়ে হ্যায় আশিকি এবং এমটিভি ওয়েবড পরিচালনা করেছেন।[১] পরবর্তীতে তিনি এমটিভি ইন্ডিয়ার প্রোগ্রামিং প্রধান হিসেবে কাজ করেছেন।[৫]