সাইটের প্রকার | তথ্য ও জ্ঞানের পোর্টাল |
---|---|
মালিক | ভারত সরকার |
ওয়েবসাইট | vikaspedia |
চালুর তারিখ | ১৮ ফেব্রুয়ারি ২০১৪[১] |
বিকাশপিডিয়া (হিন্দী ভাষায় 'विकासपीडिया', ইংরাজী ভাষায় 'Vikaspedia') ভারত সরকারের আরম্ভ করা একটি অনলাইন তথ্য পথপ্রদর্শক।[২][৩] ওয়েবসাইটটি সি-ডিএসি হায়দরাবাদ দ্বারা চালিত ও বিদ্যুৎ তথা তথ্য প্রযুক্তি মন্ত্রালয়, যোগাযোগ তথা তথ্য প্রযুক্তি মন্ত্রালয় (ভারত)র দ্বারা স্থাপিত। প্রারম্ভে, বিকাশপিডিয়াকে ৫টা ভাষায় মুক্ত করা হয়েছিল -- অসমীয়া, ইংরাজী, তেলুগু, হিন্দী ও মারাঠী।[৪]
ওয়েবসাইটটি ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি মুক্ত করা হয় এবং বর্তমানে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, শক্তি ও ই-প্রশাসনের বিষয়ে তথ্য যোগান দেয়।[৫] পোর্টালটির নাম হিন্দী ভাষার 'বিকাশ' (যার অর্থ বিকাশ) ও ইংরাজী ভাষার এনসাইক্লোপিডিয়া (যার অর্থ বিশ্বকোষ)-এর থেকে নেওয়া। পোর্টালটিতে সবকটি বিভাগের তথ্যই স্থানীয় ভাষায় উপলব্ধ করা হয়েছে। বর্তমানে বিকাশপিডিয়ার তামিল, মালায়ালম, কন্নড়, বাংলা, গুজরাটি অসমীয়া আদি ২৩টি ভাষার সংস্করণও খোলা হয়েছে।