এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
বিক্রম সংবৎ (দেবনাগরী: विक्रम संवत) ভারতীয় নৃপতি বিক্রমাদিত্য কর্তৃক প্রবর্তিত একটি অব্দবিশেষ। এটি ভারতের একটি বহুল প্রচলিত অব্দ এবং নেপালের জাতীয় অব্দ। বিক্রম সংবৎ জাতীয় অব্দ হিসেবে স্বীকৃত হলেও এর পাশাপাশি গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি এবং নেপাল সংবতের প্রচলনও নেপালে ব্যাপকভাবে রয়েছে।
উজ্জয়িনী নগরীর চন্দ্রবংশীয় রাজা বিক্রমাদিত্য শকদের পরাজিত করে তার বিজয়োপলক্ষে ৫৬ খ্রিস্টপূর্বাব্দে প্রবর্তন করেন চান্দ্র অব্দ বিক্রম সংবৎ। বিক্রম সংবৎ গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি থেকে ৫৬.৭ বছর এগিয়ে রয়েছে। এটি একটি চান্দ্রাব্দ এবং প্রাচীন সূর্যসিদ্ধান্ত অনুসারে তিথি মতে গণিত হয় এই অব্দের মাস এবং দিনাঙ্ক। উত্তর ভারত এবং নেপালে এই অব্দে নববর্ষারম্ভ হয় চান্দ্র চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথিতে। কিন্তু পশ্চিম ভারতে এই একই অব্দ আরম্ভ হয় চান্দ্র কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে।
ক্রম | নাম | নেপালি [১] |
---|---|---|
১ | বৈশাখ | बैशाख |
২ | জ্যৈষ্ঠ | जेष्ठ |
৩ | আষাঢ় | आषाढ বা असार |
৪ | শ্রাবণ | श्रावण বা साउन |
৫ | ভাদ্র | भाद्र বা भदौ |
৬ | আশ্বিন | आश्विन বা असोज |
৭ | কার্তিক | कार्तिक |
৮ | মার্গশীর্ষ | मार्ग বা मंसिर |
৯ | পৌষ | पौष বা पुष |
১০ | মাঘ | माघ |
১১ | ফাল্গুন | फाल्गुण বা फागुन |
১২ | চৈত্র | चैत्र বা चैत |