বিক্রমজিৎ সিং (ক্রিকেটার)

বিক্রমজিৎ সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
বিক্রমজিৎ সিং
জন্ম (2003-01-09) ৯ জানুয়ারি ২০০৩ (বয়স ২২)
চিমা খুর্দ, পাঞ্জাব, ভারত
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাব্যাটিং
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭৯)
২০ জুন ২০২২ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই৯ অক্টোবর ২০২৩ বনাম নিউজিল্যান্ড
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ৪৯)
১৯ সেপ্টেম্বর ২০১৯ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই২৭ অক্টোবর ২০২২ বনাম ভারত
টি২০আই শার্ট নং
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি-টোয়েন্টি আই লিস্ট এ টি-টুয়েন্টি
ম্যাচ সংখ্যা ২৬ ২৭
রানের সংখ্যা ৮৬০ ৭৬ ৮০৯ ৭৬
ব্যাটিং গড় ৩৩.০৭ ৯.৫০ ২৯.৯৬ ৯.৫০
১০০/৫০ ১/৫ ০/০ ১/৪ ০/০
সর্বোচ্চ রান ১৮৬ ৩৯ ১১০ ৩৯
বল করেছে ১৮৬ ২০৪
উইকেট
বোলিং গড় ২৪.১৪ ২৩.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/১২ ২/১২
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ০/– ৯/– ০/–
উৎস: Cricinfo, ১১ জুন ২০২৩

বিক্রমজিৎ সিং (গুরুমুখী: ਵਿਕਰਮਜੀਤ ਸਿੰਘ; জন্ম ৯ জানুয়ারি ২০০৩) একজন ওলন্দাজ ক্রিকেটার[][] তিনি ২০১৯ সাল থেকে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের হয়ে বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বিক্রমজিৎ ভারতের পাঞ্জাবের চিমা খুর্দে জন্মগ্রহণ করেন।[] তিনি সাত বছর বয়সে নেদারল্যান্ডসে চলে যান।[]

জুনিয়র ক্যারিয়ার

[সম্পাদনা]

বিক্রমজিৎ এগারো বছর বয়সে নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন দেখেছিলেন। যিনি তাকে ভিআরএ আমস্টারডামের হয়ে ক্লাব ক্রিকেট খেলতে রাজি করেছিলেন। তিনি বোরেন এবং অমিত ইউনিয়ালের কাছ থেকে প্রাইভেট কোচিং পেয়েছিলেন, বেশ কয়েক বছর ধরে চণ্ডীগড়ে ইউনিয়ালের একাডেমিতে যোগ দিয়েছিলেন। বছর বয়সে নেদারল্যান্ডস এ-এর হয়ে তার অভিষেক হয়।

সিং ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি স্কটল্যান্ডের টমাস ম্যাকিনটোশের পিছনে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন, ফ্রান্সের বিরুদ্ধে ১৩৩ সহ পাঁচটি ইনিংসে ৩০৪ রান রেকর্ড করেন।

সিনিয়র ক্যারিয়ার

[সম্পাদনা]

২০১৯ সালের সেপ্টেম্বরে, সিংকে ২০১৯-২০ আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজের জন্য নেদারল্যান্ডসের টি২০ আন্তর্জাতিক স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল।  ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে, নেদারল্যান্ডসের হয়ে তার টি-টোয়েন্টিতে অভিষেক হয়।  এপ্রিল ২০২০ সালে, তিনি দলের সিনিয়র স্কোয়াডে নাম লেখানো ১৭ জন ডাচ-ভিত্তিক ক্রিকেটারদের একজন ছিলেন।

তিনি ১১ মে ২০২১ তারিখে আয়ারল্যান্ড সফরের সময় নেদারল্যান্ডস এ দলের হয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে তার লিস্ট এ অভিষেক করেন।  পরবর্তীতে একই মাসে, স্কটল্যান্ডের বিপক্ষে তাদের সিরিজের জন্য তাকে ডাচ ওয়ান ডে ইন্টারন্যাশনাল (ওডিআই) দলে নামানো হয়।  ২০২২ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাকে ডাচ ওডিআই দলে রাখা হয়েছিল।  নিউজিল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে ২৯ মার্চ ২০২২-এ তার ওডিআই অভিষেক হয়।

২০২৩ সালের জুলাইয়ে, সিং ওমানের বিপক্ষে ১১০ রান করে তার আগের ওডিআই ব্যক্তিগত সেরা 88 রানকে পরাজিত করেন যাতে জিম্বাবুয়ের হারারেতে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দলকে ৭৪ রানে জিততে সাহায্য করে।  পরবর্তী খেলায়, নেদারল্যান্ডস স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vikramjit Singh"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Emerging Players to Watch Under 21: Part 2"Emerging Cricket। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  3. "U19 CWCQ Europe Div 2: Meet Vikramjit Singh"। ICC। ৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]