বিক্রমজীৎ কানওয়ারপাল | |
---|---|
![]() ২০১৩ সালে বিক্রমজীৎ কানওয়ারপাল | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | বীজ কানওয়ারপাল |
পেশা | অভিনেতা পূর্বে সামরিক অধিকারী[১] |
কর্মজীবন | ২০০৩-বর্তমান |
পরিচিতির কারণ | ২৪ |
পিতা-মাতা |
|
মেজর বিক্রমজিৎ কানওয়ারপাল একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। অবসরপ্রাপ্ত সেনা অফিসার। কানওয়ারপাল বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে সহায়ক ভূমিকা পালন করেছেন। [২] কানওয়ারপাল সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের সাথে 24-এ স্ক্রিন স্পেস ভাগ করেছেন। [১][৩]
কানওয়ারপালের জন্ম ভারতের হিমাচল প্রদেশে । তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল দ্বারকানাথ কানওয়ারপাল , কেসি এর পুত্র, যিনি ১৯৬৩ সালে কীর্তী চক্র দ্বারা ভূষিত হন। ১৯৮৬ সালে বিক্রমজিৎ কানওয়ারপাল সানওয়ার দ্য লরেন্স স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন এবং ১৯৮৯ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসাবে অবসর গ্রহণ করেন। ২০০৩ সালে, তিনি অভিনেতা হওয়ার শৈশব স্বপ্ন পূরণের জন্য বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং তখন থেকেই বহু ছবিতে অভিনয় করেছেন। [৪]