বিগ্রি দাঁরি Tailless lineblue | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Lycaenidae |
গণ: | Prosotas |
প্রজাতি: | P. dubiosa |
দ্বিপদী নাম | |
Prosotas dubiosa (Semper, 1879) |
বিগ্রি দাঁরি (বৈজ্ঞানিক নাম: Prosotas dubiosa(Semper))[১][২] এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং 'পলিওম্মাটিনি' উপগোত্রের সদস্য।
বিগ্রি দাঁরি এর প্রসারিত অবস্থায় ডানার আকার ২২-২৬ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]
ভারতে প্রাপ্ত বিগ্রি দাঁরি এর উপপ্রজাতি হল-[৪]
এদের ভারতএর হিমালয় এর পাদদেশে ১৫০০ মিটার উচ্চতা পর্যন্ত প্রায় সর্বত্রই দেখা পাওয়া যায়। এছাড়া শ্রীলঙ্কা, মায়ানমার, জাভা, সুমাত্রা এবং অস্ট্রেলিয়া পর্যন্ত এদের বিচরণ ক্ষেত্র।[৩]
বিগ্রি দাঁরিরা এলোমেলো ভঙ্গীতে মাটির কাছাকাছি অনেক্ষণ ধরে উড়তে থাকে। ফুলের প্রতি আসক্তি দেখা যায়। অনেকসময় পচা পাতার উপর বসে থাকে।[১]