বিজয় মৌর্য | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৯৩-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
পুরস্কার | পূর্ণ তালিকা |
বিজয় মৌর্য একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, ও চিত্রনাট্যকার। তিনি চিল্লার পার্টি (২০১১) চলচ্চিত্রের জন্য নিতেশ তিওয়ারি ও বিকাস বহলের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি সঙ্গীতধর্মী গল্লি বয় (২০১৯) চলচ্চিত্রে তার কাজের জন্য সুপরিচিত, যার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, আইফা পুরস্কার ও স্ক্রিন পুরস্কার অর্জন করেন।
মৌর্য অনুরাগ কশ্যপের ব্ল্যাক ফ্রাইডে (২০০৪) এবং নিশিকান্ত কমতের মুম্বই মেরি জান (২০০৮)-এর মত সমাদৃত চলচ্চিত্রে অভিনয় করেন।[১][২] তিনি চিল্লার পার্টি (২০১১) চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার সাথে জড়িত হন এবং এই কাজের জন্য তিনি ৫৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার সহ-রচয়িতা নিতেশ তিওয়ারি ও বিকাস বহলের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৩]
২০১৭ সালে তিনি তুমহারি সুলু চলচ্চিত্রের সংলাপ ও অতিরিক্ত চিত্রনাট্য লিখেন এবং এতে অভিনয় করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি সুরেশ ত্রিবেণীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] এরপর তিনি সঙ্গীতধর্মী গল্লি বয় (২০১৯) চলচ্চিত্রের সংলাপ রচনা করেন এবং এতে অভিনয় করেন।[৫] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, আইফা পুরস্কার ও স্ক্রিন পুরস্কার অর্জন করেন।[৬][৭]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা | |
---|---|---|---|
অভিনেতা | লেখক, পরিচালক | ||
১৯৯৮ | সত্য | কাল্লু মামার দলের সদস্য | |
১৯৯৯ | মস্ত | ক্যাফে বয় | |
২০০৩ | পাঁচ | পণ্ডি | |
২০০৪ | ব্ল্যাক ফ্রাইডে | দাউদ ইব্রাহিম[৮] | |
২০০৫ | সোচা না থা | শিব | |
২০০৬ | দিল সে পুছ... কিধার হ্যায় জান | কাশীনাথ কদম | |
২০০৮ | বোম্বে টু ব্যাংকক | জামাল "জ্যাম-কে" খান | |
মুম্বই মেরি জান | সুনীল কদম | ||
২০০৯ | আগে সে রাইট | রাঘব শেট্টি | |
তেরা ক্যায়া হোগা জনি | ছুটা ভাই | ||
পিটার গয়া কাম সে | |||
২০১০ | বোম্বে মিরর | ||
স্ট্রাইকার | সহ-লেখক, চিত্রনাট্য ও সংলাপ | ||
খেলেঁ হাম জি জান সে | সংলাপ | ||
তিস মার খাঁ | এসবিডিএ | ||
২০১১ | চিল্লার পার্টি | সহ-লেখক, চিত্রনাট্য ও সংলাপ | |
২০১৩ | তেন্ডুলকর আউট | আব্বাস | |
২০১৪ | ভূতনাথ রিটার্নস | ভূত | [৯] |
নাচোম-ইয়া কুম্পাসার | লরেন্স "লরি" বাজ | ||
২০১৫ | দ্য লেটার্স | মহারাজ সিং | |
হান্টার | সংলাপ, গীত | ||
বক্রতুণ্ড মহাকায়া | সন্ত্রাসী | ||
ধনক | মদ্যপ ব্যক্তি | ||
২০১৬ | ফটোকপি | পরিচালক, সহ-লেখক, চিত্রনাট্য ও সংলাপ, গীত | |
২০১৭ | তুমহারি সুলু | পঙ্কজ | সংলাপ, অতিরিক্ত চিত্রনাত্য, সংলাপ কোচ |
২০১৯ | গল্লি বয় | আতিক | সংলাপ |
স্যাক্রেড গেমস | রাম গোপাল বর্মা | [১০] | |
২০২০ | ইয়ে ব্যালে | নিশুর বাবা | সংলাপ |
২০২১ | তুফান | সংলাপ, অতিরিক্ত চিত্রনাট্য | |
দ্য হোয়াইট টাইগার | মুকেশ "দ্য মঙ্গুজ" | ||
রাধে | সহ-লেখক, চিত্রনাট্য, সংলাপ | ||
২০২২ | আ থার্সডে | সংলাপ | |
ডার্লিংস | সংলাপ | ||
শাব্বাস মিঠু | সংলাপ | ||
দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার | লেখক | ||
ক্র্যাশ কোর্স | পরিচালক | ||
রংবাজ: ডর কী রাজনীতি | লখন রাই | [১১] |
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
৩ মে ২০১২ | শ্রেষ্ঠ চিত্রনাট্য | চিল্লার পার্টি | বিজয়ী[ক] | [১২] |
ফিল্মফেয়ার পুরস্কার | ||||
২০ জানুয়ারি ২০১৮ | শ্রেষ্ঠ সংলাপ | তুমহারি সুলু | মনোনীত[খ] | [১৩] |
১৫ ফেব্রুয়ারি ২০২০ | গল্লি বয় | বিজয়ী | [১৪] | |
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার | ||||
২৪ নভেম্বর ২০২১ | শ্রেষ্ঠ সংলাপ | গল্লি বয় | বিজয়ী | [১৫] |
স্ক্রিন পুরস্কার | ||||
৮ ডিসেম্বর ২০১৯ | শ্রেষ্ঠ সংলাপ | গল্লি বয় | বিজয়ী | [১৬] |
স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন পুরস্কার | ||||
২০১৯ | শ্রেষ্ঠ সংলাপ | গল্লি বয় | বিজয়ী |