বিজয়বাণী

বিজয়বাণী
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকভিআরএল গ্রুপ
সম্পাদকচানগৌদা কে এন
প্রতিষ্ঠাকাল২০১২; ১২ বছর আগে (2012)
সদর দপ্তরহুবলি, ভারত
ওয়েবসাইটvijayavani.net
ফ্রি অনলাইন আর্কাইভepapervijayavani.in

বিজয়বাণী (কন্নড়:ವಿಜಯವಾಣಿ) একটি কন্নড় ভাষার সংবাদপত্র যা ভারতের কর্ণাটক রাজ্যে বিতরণ করা হয়। এটি ডাঃ বিজয় শঙ্কেশ্বরের মালিকানাধীন ভিআরএল গ্রুপ কর্তৃক প্রকাশিত হয়।

১ এপ্রিল ২০১২ এ চালু করা,[] বিজয়বাণী [] কেবল তিনটি সংস্করণ দিয়ে শুরু হয়েছিল। আজ এটির বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর, হুবলি, মহীশূর, বেলগাম, বিজয়পুরা, গঙ্গাবতি, চিত্রদুর্গ, শিমোগা এবং গুলবর্গার মতো কয়েকটি জায়গায় সংস্করণ রয়েছে।

বিজয়বাণী তার প্রথম প্রবর্তন থেকে মাত্র ৯০ দিনের মধ্যে নয়টি সংস্করণ চালু করা একমাত্র কন্নড় সংবাদপত্র হয়ে মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। বিজয়বানী কর্ণাটকের রঙিন কাগজ। ৩ বছরে ২৬২% প্রবৃদ্ধি সহ, বিজয়বাণী আজ ৮,০৩,৭৩৮ অনুলিপি সঞ্চালন করছে। এটি পুরো কর্ণাটকের প্রায় ৩০টি জেলার মধ্যে ২৮টি জেলা জুড়ে রয়েছে।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০ 
  2. http://vijayavani.net/

বহিঃসংযোগ

[সম্পাদনা]