বিঞ্জামুরি সীতা দেবী | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | কাকিনাড়া,অন্ধ্রপ্রদেশ, ভারত |
মৃত্যু | ১৭ মে ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্র |
ধরন | তেলুগু লোক সংগীত |
বিঞ্জামুরি সীতা দেবী (মৃত্যু ১৭ মে ২০১৬) হলেন একজন সংগীতশিল্পী, গায়ক এবং তেলুগু লোক সংগীতের পণ্ডিত।
দেবী আকাশবাণীতে লোক সংগীতের প্রযোজক ছিলেন।[১] তিনি তাঁর বোন বিঞ্জামুরি আনসুইয়া দেবীর সাথে অন্ধ্র প্রদেশের অনেক উল্লেখযোগ্য কবিদের সংগীতে সুর রচনা করেছেন। এদের মধ্যে আছেন শ্রীরাঙ্গম শ্রিনিভিসা রাও (শ্রী শ্রী)।[২] তিনি ১৯৭৯ সালে মা ভূমি চলচ্চিত্রের সংগীতে অবদান রাখেন। তিনি "অন্ধ্র প্রদেশের লোক সংগীত" নামে একটি বই লিখেছেন। তিনি ২০১৬ সালের ১৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান।[৩]