বিদ্যানিবাস মিশ্র | |
---|---|
স্থানীয় নাম | विद्यानिवास मिश्र |
জন্ম | পাকারডিহা গ্রাম,সিদ্ধার্থনগর জেলা উত্তরপ্রদেশ ভারত | ২৮ জানুয়ারি ১৯২৬
মৃত্যু | ১৪ ফেব্রুয়ারি ২০০৫ | (বয়স ৭৯)
ভাষা | হিন্দি |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | দীনদয়াল উপাধ্যায় গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | পদ্মশ্রী (১৯৮৮) পদ্মভূষণ (১৯৯৯) |
বিদ্যানিবাস মিশ্র (২৮ জানুয়ারী ১৯২৬ - ১৪ ফেব্রুয়ারি ২০০৫) ছিলেন একজন ভারতীয় পণ্ডিত, হিন্দি ও সংস্কৃত ভাষার সাহিত্যিক এবং সাংবাদিক। সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকারের পদ্ম সম্মানে (পদ্মশ্রী, পদ্মভূষণ) ভূষিত হন।
বিদ্যানিবাস মিশ্র ১৯২৬ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি ব্রিটিশ ভারতের অধুনা উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার পাকারডিহা গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এবং দীনদয়াল উপাধ্যায় গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। প্রয়াগ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম.এ পাশের [২] তিনি কিংবদন্তি পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের নির্দেশনায় হিন্দি অভিধান সংকলনের কাজে নিজেকে যুক্ত হন।
হিন্দি ও সংস্কৃত ভাষার পণ্ডিত তিনি হিন্দি ও ইংরাজিতে শতাধিক গ্রন্থ রচনা, সম্পাদনা ও অনুবাদ করেছেন। এছাড়াও তিনি বেশ কিছু জার্নাল ও পত্র-পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি দু'বার হিন্দি সাহিত্য সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সাহিত্য পরিষদের সভাপতিও হয়েছিলেন।
তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর এবং আগ্রার কুলপতি মুন্সি হিন্দি বিদ্যাপীঠের পরিচালক ছিলেন। তিনি কাশী বিদ্যাপীঠ এবং সমগ্রানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। [১] দীর্ঘদিন তিনি শীর্ষস্থানীয় হিন্দি দৈনিক নবভারত টাইমস- এর প্রধান সম্পাদক ছিলেন।
সাহিত্যের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য, তিনি ভারত সরকার কর্তৃক ১৯৮৮ খ্রিস্টাব্দে পদ্মশ্রী এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে পদ্মভূষণে ভূষিত হন [৩] এছাড়াও, তিনি ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক প্রতিষ্ঠিত মূর্তিদেবী পুরস্কারের প্রাপক ছিলেন। সাহিত্য একাডেমির একজন বরিষ্ঠ সদস্য, তিনি অনেক সাহিত্য ও সামাজিক সংগঠনের পথপ্রদর্শক ছিলেন। তিনি হিন্দুধর্মের ও একটি বিশ্বকোষ সৃষ্টির করার উচ্চাভিলাষী প্রকল্পের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। [৪] ভারতে হিন্দি ভাষার অন্যতম সেরা মাসিক সাহিত্য পত্রিকা অমৃত-এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তিনি।
ড. বিদ্যানিবাস মিশ্রের হিন্দি ও ইংরেজিতে চব্বিশটির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।রয়েছে। এর মধ্যে "মহাভারত কা কাব্যার্থ" এবং "ভারতীয় ভাষাদর্শন কী পীঠিকা" উল্লেখযোগ্য। প্রবন্ধগুলির মধ্যে, ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রকাশিত "তুম চন্দন হাম পানি", ১৯৭২ খ্রিস্টাব্দে প্রকাশিত "বসন্ত আ গয়া পর কোই উৎকণ্ঠা নহীঁ" এবং গবেষণা গ্রন্থগুলির মধ্যে "হিন্দি কিী শব্দ সম্পদা" বিখ্যাত রচনা। তার অন্যান্য গ্রন্থগুলি হল-
ডঃ বিদ্যানিবাস মিশ্র ভারতের রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন।[১] ২০০৫ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারী দেওরিয়া থেকে বারাণসী যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।