বিদ্যেন্দু মোহন দেব | |
---|---|
![]() | |
জন্ম | বাংলা, ভারত | ২৭ সেপ্টেম্বর ১৯৪২
মাতৃশিক্ষায়তন | |
পরিচিতির কারণ |
|
পুরস্কার |
|
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | |
প্রতিষ্ঠানসমূহ | |
ডক্টরাল উপদেষ্টা |
বিদ্যেন্দু মোহন দেব (জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৪২) হলেন একজন ভারতীয় তাত্ত্বিক রসায়নবিদ, রাসায়নিক পদার্থবিদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার (IISER) এর একজন অধ্যাপক।[১] তিনি তাত্ত্বিক রসায়ন এবং রাসায়নিক পদার্থবিদ্যায় তার অধ্যয়নের জন্য পরিচিত।[২] তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস,[৩] ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি[৪] এবং ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেসের[৫] একজন নির্বাচিত ফেলো। বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত সরকারের শীর্ষ সংস্থা, দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, রাসায়নিক বিজ্ঞানে তার অবদানের জন্য ১৯৮১ সালে তাকে বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করে, যা ভারতের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কারগুলোর মধ্যে অন্যতম।[৬]
বি.এম. দেব ১৯৪২ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বাংলা রাজ্যে জন্মগ্রহণ করেন যখন প্রাক-স্বাধীন ভারত ভারত ছাড় আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ (বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) থেকে রসায়নে (বিএসসি অনার্স) স্নাতক এবং ভৌত রসায়নকে প্রধান বিষয় হিসাবে নির্বাচন করে তিনি রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে তার স্নাতকোত্তর ডিগ্রী শেষ করেন। পরবর্তীকালে, তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (IACS) এর এস.আর. পালিত-এ যোগদান করেন এবং এক বছর পর তিনি কমনওয়েলথ বৃত্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ইনস্টিটিউটে চলে যান যেখান থেকে তিনি অ্যাডভান্সড ম্যাথমেটিক্সে তার ডিপ্লোমা অর্জন করেন। এই প্রতিষ্ঠানে অধ্যয়ন অব্যাহত রেখে তিনি গণিতে ডিফিল অর্জনের জন্য পদার্থের কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক চার্লস কোলসনের অধীনে তার ডক্টরেট গবেষণা শুরু করেন এবং সাফল্যের সাথে তা সমাপ্ত করেন।
দেব ১৯৬৯ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে CSIR পুল অফিসার হিসাবে তার কর্মজীবন শুরু করেন যা বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্তৃত ছিল কিন্তু এক বছর পরে ফ্যাকাল্টির সদস্য হিসাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বাইতে চলে যান। ১৯৭১ সালে তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানিতে সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত হন কিন্তু এক বছরের সংক্ষিপ্ত কর্মকালের পরে তিনি আইআইটি মুম্বাইতে ফিরে আসেন যেখানে তিনি সহকারী অধ্যাপক (১৯৭৩-৭৮) এবং অধ্যাপক (১৯৭৮-৮৪) হিসাবে পরবর্তী ১২ বছর অতিবাহিত করেন,। তার পরবর্তী পদক্ষেপ ছিল ১৯৮৪ সালে তাত্ত্বিক রসায়নের অধ্যাপক হিসেবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে গমন এবং দুই দশক সেখানে চাকুরির পর ২০০৪ সালে তিনি সেখান থেকে অবসর নেন।