বিনয়ী বিদেয় রামা

বিনয়ী বিদেয়ী রমা
বিনয়ী বিদেয়ী রমা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবয়াপতি শ্রীনু
প্রযোজকডি.ভি.ভি. দান্যইয়া
চিত্রনাট্যকারবয়াপতি শ্রীনু
কাহিনিকারবয়াপতি শ্রীনু
শ্রেষ্ঠাংশে
সুরকারদেবী শ্রী প্রসাদ
চিত্রগ্রাহকহৃশি পাঞ্জাবি
আর্থার এ. উইলসন
সম্পাদককোটাগিরি ভেঙ্কটেশ্বরা রাও
থাম্মিরাজু
প্রযোজনা
কোম্পানি
ডি. ভি.ভি. এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১১ জানুয়ারি ২০১৯ (2019-01-11)
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশ ভারত
ভাষাতেলুগু
নির্মাণব্যয়$৮০ মিলিয়ন
আয়$২ বিলিয়ন

বিনয়ী বিদেয়ী রমা হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় তেলুগু ভাষার মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি কাহিনী ও পরিচালনা করেছেন বয়াপতি শ্রীনু এবং প্রযোজনা করেছেন ডি ভি ভি দানাইয়া। চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ, কিয়ারা আদভানি, ও বিবেক ওবেরয়, সহ-ভূমিকায় অভিনয় করেছেন প্রশান্ত, স্নেহা এবং আরিয়ান রাজেশ আরও অনেকে। এটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ

এটি ২০১৯ সালের ১১ জানুয়ারি ভারতে মুক্তি দেওয়া হয়, মুক্তির পর থেকে চলচ্চিত্রটি বক্স অফিসে নেতিবাচক প্রতিক্রিয়া পায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ram charan pens an apology letter for first time"www.indiatoday.in। ৫ ফেব্রুয়ারি ২০১৯।