বিন্দু সুব্রমনিয়ম

বিন্দু সুব্রমনিয়ম
প্রাথমিক তথ্য
জন্মনামবিন্দু সুব্রমনিয়ম
উপনামবিন্দু
উদ্ভবভারত
ধরনপাশ্চাত্য সঙ্গীত, কর্ণাটক সঙ্গীত
পেশাগায়িকা, পিয়ানোবোদক, গীতিকার
বাদ্যযন্ত্রবেহালা, পিয়ানো
কার্যকাল১৯৯৭–বর্তমান

বিন্দু সুব্রমনিয়ম একজন ভারতীয়/আমেরিকান গায়িকা, গীতিকার ও পিয়ানোবোদক।[] উনি বেহালাবাদক ডাঃ. এল. সুব্রমনিয়মের মেয়ে, গায়িকা কবিতা কৃষ্ণমূর্তির সত-মেয়ে ও বেহালাবাদক অ্যাম্বি সুব্রমনিয়মের দিদি। [] উনি ১২ বছর বয়স থেকে অনুষ্ঠান করছেন এবং জর্জ ডিউক, স্টানলি ক্লারক, বিলি কোভাম, ল্যারি করিয়েল, পণ্ডিত যশরাজ, পঙ্কজ উদাস, হরিহরণ প্রমূখ বিশিষ্ঠ শিল্পীদের সাথে কাজ করেছেন।[]

২০১১ সালে তার প্রথম অ্যালবাম ভারতে প্রকাশিত হয়েছিল ।[] যা সেরা পপ রক অ্যালবামের জন্য জিমা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন। ২০১০ এর শুরুর দিকে তিনি এই সংঘের সদস্য ছিলেন।[]. তিনি সেরা ফিউশন অ্যালবামের জন্য গিমা পুরস্কার পেয়েছিলেন। তিনি লক্ষ্মীনারায়ণ গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যালে নিয়মিত অংশগ্রহণকারী । বিলবোর্ড বিশ্ব গান প্রতিযোগিতায় তিনি ভাল পর্যালোচনা পেয়েছেন এবং ইউনিসং আন্তর্জাতিক গানের প্রতিযোগিতার ফাইনাল ছিলেন ।[][]

২০১২ সালে তিনি জেনারেল নেক্সট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের জন্য ১২ জন মনোনীত প্রার্থীর একজন নির্বাচিত হয়েছিলেন ।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সীতা সুব্রমনিয়ম হিসেবে জন্মগ্রহণ করেন। বেহালার শিল্পী এল.সুব্রামনিয়াম এবং কণ্ঠশিল্পী বিজয়শ্রী সুব্রমনিয়ামএর মেয়ে হিসেবে। তাঁর দুই ভাই বেহালা বাদক অম্বি সুব্রামনিয়ম এবং ডাঃ নারায়ণ সুব্রমনিয়ম - মাথা ও ঘাড়ের টিউমার বিশেষজ্ঞ, লেখক এবং সংগীতশিল্পী। তিনি তার মায়ের মৃত্যুর পর ১৯৯৬ সালে পরিবার নিয়ে ভারতের বেঙ্গালুরুতে চলে আসেন। তার বাবা ১৯৯৯ সালে বলিউডের প্লেব্যাক গায়িকা কবিতা কৃষ্ণমূর্তিকে বিয়ে করেছিলেন।

তিনি আইনীভাবে ২০০৯ সালে সীতা থেকে নাম পরিবর্তন করে বিন্দু রাখেন।

বিন্দু স্বরথামার প্রধান বেহালাবিদ সঞ্জীব নায়ককে বিয়ে করেছেন।[] ২০১১ সালে তাঁর এক মেয়ে মাহাতী সুব্রামণিয়ম জন্মগ্রহণ করে। সে ২০১৩ সালে তাঁর প্রথম একক সংগীত রেকর্ড করে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'Being L Subramaniam's daughter didn't help'"Rediff। ১২ মে ২০১১। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬ 
  2. "We are family"। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬ 
  3. "Time Music launches Bindu Subramaniam debut album 'Surrender'"। ৯ মে ২০১১। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬ 
  4. "Winners" (ইংরেজি ভাষায়)। GiMA। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২৭ 
  5. LGMF: LGMF 2012-13 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৫-১৫ তারিখে
  6. "Security Check Required"। Thamarai। ২০১৩-০৯-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬ 
  7. "People - The Fresh List 2012"Verve। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬ 
  8. "The Times of India - Newly wed: Bindu Subramaniam & Sanjeev Nayak" 
  9. "The New Indian Express - L Subramaniam's granddaughter records first solo song" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]