বিন্ধ্যবাসিনী দেবী | |
---|---|
জন্ম | মুজাফফরপুর, বিহার, ভারত |
মৃত্যু | ১৮ এপ্রিল ২০০৮ |
পেশা | লোক সংগীতশিল্পী |
পরিচিতির কারণ | ভারতীয় লোক সংগীত |
দাম্পত্য সঙ্গী | শাদেশ্বর চন্দ্র বর্মা |
সন্তান | দুই পুত্র- (সন্তোষ কুমার সিনহা ও সুধীর কুমার সিনহা) এবং এক কন্যা- (পুষ্পরণি মধু) |
পুরস্কার | পদ্মশ্রী সংগীত নাটক আকাদেমি পুরস্কার সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ অহিল্যা বাই পুরস্কার |
বিন্ধ্যবাসিনী দেবী (মৃত্যু ২০০৬) একজন ভারতীয় লোক সংগীতশিল্পী এবং বিন্ধ্য কালা মন্দিরের প্রতিষ্ঠাতা। বিন্ধ্য কালা মন্দির, লোক সংগীতের প্রচারকারী, পাটনাতে ভিত্তিক সংগীত একাডেমী এবং এটি বর্তমানে লখনৌর ভাটখণ্ডে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছে ৫৫ বছর ধরে, যা এখন তাঁর পুত্রবধু শোভা সিনহা, পুত্র সুধীর কুমার সিনহা পরিচালনা করছেন।[১][২]
তিনি বিহারের মুজাফফরপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং মাইথিলি, ভোজপুরি এবং মাগাহী লোকসংগীতে বিশেষীকরণ করেছিলেন।[১] তিনি বিভা গীত সিনেমায় ছোটে দুলাহ কে নামে একটি জনপ্রিয় গান ও গেয়েছিলেন[৩] এবং তার অনেকগুলি গান সিডি ফর্ম্যাটে প্রকাশিত হয়েছে।[৪][৫][৬]
ভারত সরকার ১৯৭৪ সালে, তাকে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কার, পদ্মশ্রী প্রদান করে।[৭] ১৯৯১ সালে সংগীত নাটক আকাদেমি তাকে তাদের বার্ষিক পুরস্কার প্রদান করে[২][৮] এবং ২০০৬ সালে আকাদেমি প্রদান করে।[৯][১০] ১৯৯৯ সালে তিনি মধ্যপ্রদেশ সরকার থেকে অহিল্যা বাই পুরস্কার পেয়েছিলেন।[১][২] ১৮ এপ্রিল ২০০৬-এ বিন্ধ্যবাসিনী দেবী তাঁর কাঙ্কারবাগের বাসভবনে মারা যান।[১][২]