বিপ্লবী যুব সংঘ

বিপ্লবী যুব আসোসিয়েশন
প্রতিষ্ঠাকাল২৩ শে মার্চ ১৯৯৫
সদরদপ্তরচারু ভবন, দিল্লী, ভারতবর্ষ
সদস্যপদ
১ লাখ ৭৪ হাজার (২০২২)
প্রেসিডেন্ট
মনোজ মঞ্জিল
জাতীয় সম্পাদক
নিরাজ কুমার
সম্পৃক্ত সংগঠনসিপিআইএম‌এল লিবারেশন

বিপ্লবী যুব আসোসিয়েশন হল ১৯৯৫ খ্রিষ্টাব্দের ২৩ শে মার্চ প্রতিষ্ঠিত ভারতের একটি বামপন্থী যুব সংগঠন এবং এটি রাজনৈতিক ভাবে সিপিআইএম‌এল লিবারেশন-র সঙ্গে সংযুক্ত। সংগঠনটির বর্তমান সাধারণ সভাপতি হলেন মনোজ মঞ্জিল এবং সম্পাদক হলেন নিরাজ কুমার।[][]

সংগঠন গঠনের ইতিহাস

[সম্পাদনা]

বিপ্লবী যুব আসোসিয়েশন ১৯৯৫ সালে উড়িষ্যার পুরীতে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মাধ্যমে সংগঠিত হয়। বিপ্লবী যুব আসোসিয়েশন হলো সিপিআইএম‌এল -র যুব সংগঠন।

তথ্যসূত্র

[সম্পাদনা]