বিফোর সানরাইজ | |
---|---|
পরিচালক | রিচার্ড লিংকলেটার |
প্রযোজক | অ্যানে ওয়াকার-ম্যাকবে |
রচয়িতা | রিচার্ড লিংকলেটার কিম ক্রিযান |
শ্রেষ্ঠাংশে | ইথান হক জুলি দেলপি |
সুরকার | প্রেড ফ্রিথ[১] |
চিত্রগ্রাহক | লি ডেনিয়েল |
সম্পাদক | স্যানড্রা অ্যাদেয়ার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০১ মিনিট[২] |
দেশ | যুক্তরাষ্ট্র অস্ট্রিয়া সুইজারল্যান্ড |
ভাষা | ইংরেজি জার্মান ফ্রেঞ্জ |
নির্মাণব্যয় | ₹ ২.৫০ মিলিয়ন (ইউএস$ ৩০,৫৫৮.২৫) |
আয় | $৫,৫৩৫,৪০৫ |
বিফোর সানরাইজ (ইংরেজি: Before Sunrise) ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ব্যাবসায়সফল মাকির্ন রোম্যান্টিক চলচ্চিত্র। রিচার্ড লিংকলেটার ও কিম ক্রিযান রচিত এবং রিচার্ড লিংকলেটার পরিচালিত এই চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন ইথান হক ও জুলি দেলপি। ভিয়েনাগামী চলন্ত ট্রেনের যাত্রী একজন আমেরিকান যুবক ও একজন ফরাসি যুবতীর পরিচয় এবং পরবর্তীতে ভিয়েনা শহরে একসঙ্গে সারারাত ঘুরে বেড়ানো এবং একে অপরকে অন্তরঙ্গভাবে জানার দীর্ঘ ১৪ ঘণ্টা বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সংলাপ-নির্ভর এই চলচ্চিত্র।
২.৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার যা পরবর্তীকালে ৫.৫ মিলিয়নে উন্নীত হয়।[৩]
এ চলচ্চিত্রের ধারাবাহিকতায় পরবর্তীকালে নির্মিত হয় আরো দুটি চলচ্চিত্র, যথা: বিফোর সানসেট এবং বিফোর মিডনাইট।
এটি একটি রোমান্টিক নাট্য চলচ্চিত্র। এর চিত্রনাট্য রচনা করেন কিম ক্রিযান।
লিংকলেটার জেসে এবং সেলেনীর গল্পের অনুপ্রেরণা লাভ করেন নিউ ইয়র্ক থেকে অস্টিন যাবার প্রাক্কালে ফিলাডেলফিয়ায় এ্যামি লেহ্রহাপ্ট নামের এক যুবতীর সাথে কাটানো সন্ধ্যা থেকে।[৪] তবে ২০১০ সালে তিনি জানতে পারেন যে বিফোর সানরাইজ মুক্তির আগেই এ্যামি লেহ্রহাপ্ট এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।
বিফোর সানরাইজ চলচ্চিত্রের প্রিমিয়ার হয় ১৯৯৫ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভেলে।[৫] যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি মুক্তি পায় ২৭ জানুয়ারি, ১৯৯৫। $২.৫ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে $১.৪ মিলিয়ন যা পরবর্তিতে $৫.৫ মিলিয়নে উন্নীত হয়।[৩]
চলচ্চিত্র সমালোচনাভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোস তাদের পর্যালোচনায় ২০০৪-এ মুক্তি প্রাপ্ত এই চলচ্চিত্রের সিকু্য্যাল বিফোর সানসেটকে ৯৫শতাংশ ফ্রেশ রেটিং দেয় এবং একই সাথে তারা লিংলেটার, জুলি দেলপি এবং ইথান হকের ইতিবাচক সমালোচনা করে।২০১৩-এ সর্বশেষ সিক্যুয়াল বিফোর মিডনাইট ও একই ধরনের রেটিং পায় রটেন টম্যাটোস থেকে।[৬]