বিবি অর মাকান | |
---|---|
![]() ভিডিও টেপ মোড়ক | |
পরিচালক | হৃষিকেশ মুখার্জী |
প্রযোজক | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রনাট্যকার | হৃষিকেশ মুখার্জী শচীন ভৌমিক |
Dialogue by | রাজিন্দর সিংহ বেদী |
কাহিনিকার | শৈলেশ দে |
উৎস | শৈলেশ দে-এর বাংলা নাটক জয়মাকালী বোর্ডিং |
শ্রেষ্ঠাংশে | বিশ্বজিৎ চ্যাটার্জী কল্পনা মোহন মেহমুদ |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | টি.বি. সীতারাম |
সম্পাদক | দাস ধৈমদি |
প্রযোজনা কোম্পানি | ইউনাইটেড প্রোডিউসার্স Producers |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বিবি অর মাকান (অনু. Wife and home) হৃষিকেশ মুখার্জি রচিত এবং পরিচালিত ১৯৬৬ সালের একটি হিন্দি চলচ্চিত্র। ছবিটি শৈলেশ দে-র বাংলা নাটক জয়মাকালী বোর্ডিং-এর হিন্দি রূপান্তর।[১] হেমন্ত কুমারের সঙ্গীতে এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ, কল্পনা মোহন, কেষ্ট মুখার্জি এবং মেহমুদ।[২][৩]
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত কুমার এবং গানের কথা লিখেছেন গুলজার।[তথ্যসূত্র প্রয়োজন]
বহিঃস্থ ভিডিও | |
---|---|
![]() |