![]() | |
ধরন | বিবিসি বিভাগ |
---|---|
শিল্প | গণমাধ্যম |
সদরদপ্তর | ব্রডকাস্টিং হাউস, , লন্ডন |
বাণিজ্য অঞ্চল | যুক্তরাজ্যের জন্য নির্দিষ্ট সেবা এবং বিশ্বের বাকি অংশ |
প্রধান ব্যক্তি | জেমস হার্ডিং (সংবাদ ও বর্তমান বিষয়ক পরিচালক) মেরি হকাডে (নিউজরুম প্রধান) হিউ এডওয়ার্ডস (প্রধান উপস্থাপক) |
পরিষেবাসমূহ | বেতার, ইন্টারনেট এবং টেলিভিশন |
মালিক | ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন |
কর্মীসংখ্যা | ৩,৫০০ (২,০০০ জন সাংবাদিক) |
ওয়েবসাইট | www |
বিবিসি নিউজ (ইংরেজি: BBC News) হল একটি কর্মক্ষম ব্যবসা বিভক্তি[১] বিবিসির আন্তর্জাতিক খবর এবং বর্তমান বিষয়াবলী সম্পর্কিত অনলাইন সংবাদপত্র। বিভাগটি বিশ্বের বৃহত্তম সম্প্রচারিত সংবাদ সংস্থা এবং রেডিও ও টেলিভিশনের আউটপুট প্রতি দিন প্রায় ২৪ ঘণ্টা সংবাদ সম্প্রচার করে থাকে, পাশাপাশি অনলাইন নিউজ হিসাবে এটি সেবা দেয়।[২][৩] এই বিভাগটি বিশ্বজুড়ে ৫০টি বিদেশী সংবাদ সংস্থা বজায় রাখে ২৫০ জনেরও বেশি প্রতিনিধিদের সেবার মাধ্যমে।[৪] জেমস হার্ডিং ২০১৩ সাল থেকে বিবিসি নিউজের সংবাদ এবং বর্তমান বিষয়ক এর পরিচালনা করছেন।[৫]
বিবিসি নিউজের বার্ষিক বাজেট £৩৫০ মিলিয়ন ইউরো; এখানে ৩,৫০০ কর্মীবৃন্দ রয়েছে, যাদের মধ্যে ২,০০০ সাংবাদিকের প্রতিনিধিত্ব করছেন।[২]
পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্টান হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি ১৪ নভেম্বর ১৯২২ সালে রেডিও স্টেশন 2LO থেকে প্রথম বেতার বুলেটিন সম্প্রচার করে।[৬]