বিবেক সিং একজন ভারতীয় শ্যুটার । তিনি ২০০২ সালের কমনওয়েলথ গেমসে সমরেশ জং এর সাথে পুরুষদের এয়ার পিস্তলে রৌপ্য পদক এবং পুরুষদের ৫০ মিটার পিস্তলে (জোড়া) সোনা জিতেছিলেন। এছাড়াও তিনি ২০০৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রৌপ্য পদক জিতেছিলেন। [১] তিনি ১৯৯৯ সালে ভারত সরকার কর্তৃক অর্জুন পুরস্কার লাভ [২] ।
<ref>
ট্যাগ বৈধ নয়; CGF
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি