বিমলকীর্তি (সংস্কৃত: विमलकीर्ति) হলো বিমলকীর্তি সূত্রের কেন্দ্রীয় ব্যক্তিত্ব, যা তাকে আদর্শ মহাযান বৌদ্ধ উপাসক[১] এবং গৌতম বুদ্ধের সমসাময়িক হিসেবে উপস্থাপন করে।[২] নাগার্জুন ভারতে মহাযান বৌদ্ধধর্মকে পুনরুজ্জীবিত করার আগে পর্যন্ত বৌদ্ধ গ্রন্থে তার কোনো উল্লেখ নেই।[৩] মহাযান বিমলকীর্তি সূত্রও বৈশালী শহরের কথা বলেছে,[৪] যেখানে বোধিসত্ত্ব বিমলকীর্তি বাস করতেন।[৫]
বিমলকীর্তি নির্দেশ সূত্রে বিমলকীর্তিকে গৌতম বুদ্ধের ধনী পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে।[৬] মহাযান সাহিত্যের অন্যান্য অনেক ব্যক্তিত্বের বিপরীতে, যেমন অবলোকিতেশ্বর, তাকে সাধারণত পৌরাণিক বা কিংবদন্তির পরিবর্তে গৌতম বুদ্ধের মতো ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করা হয়, এবং যেমন বিমলকীর্তি সাধারণত বেদীতে বা তান্ত্রিক আচার-অনুষ্ঠানে পূজা করা হয় না,[৭] কিন্তু প্রাগৈতিহাসিক জেন হিসেবে, অর্থাৎ চ্যান প্রচারক।[তথ্যসূত্র প্রয়োজন]
<ref>
ট্যাগ বৈধ নয়; about
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি![]() |
ভারতীয় ধর্মীয় ব্যক্তিত্বের বিষয়ক এই জীবনীটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |