বির আল আরওয়াহ

স্টেনলি লেন পুলের অঙ্কিত বির আল আরওয়াহর চিত্র, ১৮৮৩।

বির আল আরওয়াহ হল প্রাকৃতিক ও মানব নির্মিত একটি গুহা। এটি জেরুজালেমের কুব্বাত আস সাখরার অভ্যন্তরের সাখরার নিচে অবস্থিত।

কুব্বাত আস সাখরার নিচে অবস্থিত সাখরা

প্রবেশপথ

[সম্পাদনা]

সাখরার দক্ষিণপূর্ব দিকে এর প্রবেশপথ অবস্থিত।

গুহার ভেতরের কক্ষটি মোটামুটি বর্গাকার এবং উচ্চতা ১.৫ থেকে ২.৫ মিটার। এখানে বৈদ্যুতিক বাতি ও পাখা রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]