বিরাটি | |
---|---|
Neighbourhood | |
Location West Bengal, India | |
স্থানাঙ্ক: ২২°৩৯′৫১″ উত্তর ৮৮°২৫′৪২″ পূর্ব / ২২.৬৬৪৩° উত্তর ৮৮.৪২৮৩° পূর্ব | |
Country | India |
State | West Bengal |
District | North 24 Parganas |
Region | Greater Kolkata |
সরকার | |
• ধরন | Municipality |
• শাসক | North Dumdum Municipality |
Languages | |
• Official | Bengali, English |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
পিন | ৭০০ ০৫১ |
Telephone code | +৯১ ৩৩ |
যানবাহন নিবন্ধন | WB |
Climate | Tropical (Köppen) |
বিরাটি অঞ্চলে ভারতীয় রাষ্ট্র পশ্চিমবঙ্গ এর উত্তর ২৪ পরগনা জেলার উত্তর দমদম পৌরসভার মধ্যে অবস্থিত উত্তর কলকাতার একটি লোকালয়। এটি কলকাতা মেট্রোপলিটন উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) আওতাধীন এলাকার একটি অংশ। [১]
লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর সময় থেকেই নিমতা-বিরাতি অঞ্চলটি একটি বিখ্যাত জনপদ ছিল। পরে ১৬৯৯ সালে তাঁর মৃত্যুর পরে এটি লক্ষ্মীকান্তের জগির রাজধানী হয় এবং রাজধানী বরিশায় স্থানান্তরিত হওয়ার পরে ১৭১৬ অবধি প্রশাসনিক সদর দফতর থেকে যায়। এখনও বিরাতি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আবাসস্থল। [২]
বিরাটি পূর্বে যশোর রোড, পশ্চিমে বেলঘরিয়া , উত্তরে নিউ ব্যারাকপুর এবং দক্ষিণে দুর্গানগরে আবদ্ধ। এটিতে রেলওয়ে স্টেশনও রয়েছে। এটি দমদমের নিকটবর্তী হওয়়া়য় কলকাতা মেট্রো পরিবহণের সুবিধা আছে।
বিরাটিতে অনেকগুলি নিবিড় সম্প্রদায় রয়েছে যারা তাদের মধ্যে কোনও অত্যাচার ছাড়াই শান্তিতে বসবাস করে live এর মধ্যে অন্যতম গীতাঞ্জলি পার্ক। [৩]
মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ (বিরাটি কলেজ নামে বেশি পরিচিত) বিরাটির একমাত্র কলেজ।
দমদম / কলকাতা বিমানবন্দরের খুব কাছে। যশোর রোড ( এনএইচ 12 ) বিরাটির পূর্ব সীমানা দিয়ে যায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্জি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি মানিক বন্দ্যোপাধ্যায় সেতু (বিরাতি স্টেশনের উপরে) নামে বিরাতি রেল ওভারব্রিজের উদ্বোধন করেন। এটি এমবি রোডের পূর্ব এবং পশ্চিম অংশগুলিকে সংযুক্ত করে (মধুসূদন ব্যানার্জি রোড, যা বিরতির মূল রাস্তা) সড়ক পরিবহন-যোগাযোগকে দ্রুত এবং মসৃণ করার জন্য।