বিল নাই | |
---|---|
![]() ২০১৭-এর মে-তে নাই | |
জন্ম | উইলিয়াম স্যানফোর্ড নাই ২৭ নভেম্বর ১৯৫৫ ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | আমেরিকান |
শিক্ষা | কর্নেল ইউনিভার্সিটি (বিএস) |
পরিচিতির কারণ | বিল নাই দ্য সায়েন্স গাই (১৯৯৩–১৯৯৮) বিল নাই: সায়েন্স গাই (২০১৭)[১] বিল নাই সেভস দ্য ওয়ার্ল্ড (২০১৭–বর্তমান) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | যন্ত্র প্রকৌশল |
প্রতিষ্ঠানসমূহ | বোয়িং[২] কর্নেল ইউনিভার্সিটি দ্য প্লেনেটারি সোসাইটি |
স্বাক্ষর | |
![]() |
উইলিয়াম স্যানফোর্ড নাই[৩] (জন্ম নভেম্বর ২৭, ১৯৫৫) হলেন একজন আমেরিকান বিজ্ঞান প্রদানকারী, টেলিভিশন উপস্থাপক এবং যন্ত্র প্রকৌশলী। তিনি বিল নাই দ্য সায়েন্স গাই হিসেবেও পরিচিত। তিনি জনসাধারণের সম্প্রচার সেবা ও বাচ্চাদের বিজ্ঞান ধারাবাহিক বিল নাই দ্য সায়েন্স গাই (১৯৯৩–১৯৯৮), নেটফ্লিক্স ধারাবাহিক বিল নাই: সায়েন্স গাই (২০১৭) এবং জনপ্রিয় মিডিয়ায় তার আরও পরবর্তী আবির্ভাবে একজন বিজ্ঞান শিক্ষাবিদ হিসেবে জনপ্রিয়।
<ref>
ট্যাগ বৈধ নয়; NYT-20171026
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি