বিলাল ফিলিপ্স | |
---|---|
আবু আমিনা বিলাল ফিলিপ্স | |
![]() ২০১০ সালের আগস্টে ফিলিপ্স | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ডেনিস ব্র্যাডলি ফিলিপ্স জানুয়ারি ১৯৪৬ (বয়স ৭৯) |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | কানাডীয় |
আখ্যা | সুন্নি ইসলাম |
ধর্মীয় মতবিশ্বাস | ওয়াহাবিবাদ–সালাফিবাদ |
আন্দোলন | সালাফি আন্দোলন |
শিক্ষা | বি.এ. – মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এম.এ. – বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় পিএইচডি – ইউনিভার্সিটি অব ওয়েলস |
যে জন্য পরিচিত | ইসলামি প্রচারণা, দাওয়াহ |
পেশা | সালাফি প্রচারক, ধর্মীয় বক্তা |
এর প্রতিষ্ঠাতা | ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি |
মুসলিম নেতা | |
কাজের মেয়াদ | ১৯৭১–বর্তমান |
পেশা | সালাফি প্রচারক, ধর্মীয় বক্তা |
ওয়েবসাইট | www.bilalphilips.com |
আবু আমিনা বিলাল ফিলিপ্স (জন্ম ডেনিস ব্র্যাডলি ফিলিপ্স, ৬ জানুয়ারি ১৯৪৬) হলেন একজন কানাডীয় সালাফি মুসলিম শিক্ষক, বক্তা, লেখক এবং ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও আচার্য যিনি কাতারে বসবাস করেন।[২] তিনি ২৪ ঘণ্টাব্যাপী সালাফি স্যাটেলাইট টিভি চ্যানেল পিস টিভিতে বক্তব্য রাখেন।[৩][৪] তিনি নিজেকে একজন সালাফি হিসেবে বিবেচনা করেন যিনি মূলধারার সুন্নি ইসলামে নির্দিষ্ট কোনো মাজহাব অনুসরণ না করে ইসলামের একটি আধ্যাত্মিকতা বিবর্জিত আক্ষরিক রূপের প্রচার করেন।[৫][৬] ফিলিপ্সকে তাঁর চরমপন্থী মতাদর্শের[৭] কারণে যুক্তরাজ্য,[৮] অস্ট্রেলিয়া,[৯] ডেনমার্ক[১০] ও কেনিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে,[১১] জার্মানিতে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,[১২] বাংলাদেশ থেকে প্রস্থানের আদেশ জারি করা হয়েছে[১৩] এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে লোক নিয়োগ ও উস্কানির জন্য ফিলিপাইনে গ্রেফতার করা হয়েছে।[১৪][১৫] ফিলিপ্স তাঁর সমালোচনার জবাবে বলেছেন যে তিনি একজন মধ্যপন্থী[১৬] যিনি ইসলামের নামে সন্ত্রাসবাদ বা আত্মঘাতী বোমা হামলাকে অনুমোদন করেন না।[৬][১৭][১৮]
বিলাল ফিলিপস ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি নামে কাতারে একটি বিশ্ববিদ্যালয় মানের অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন| অনলাইনে ইসলামভিত্তিক বিষয়সমূহ থেকে পড়াশুনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জনের সুব্যবস্থা রয়েছে এই ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়টিতে| এই প্রতিষ্ঠান সম্পর্কে বিলাল ফিলিপস তার ওয়েবসাইটে বলেন, "দূরশিক্ষণ বর্তমানে একটি কার্যকরী ব্যবস্থা হয়ে উঠছে, যার মাধ্যমে সাধারণ মুসলিমরা তাদের বিশ্বাস সম্পর্কে শিক্ষালাভ করতে পারবে|" বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপসহ পৃথিবীর অধিকাংশ দেশেই এর দাপ্তরিক শাখা বিদ্যমান এবং শাখা ভুক্ত দেশ সহ তার বাহিরেও বহুসংখ্যক শিক্ষার্থী রয়েছে|
২০১৪ সালে সিয়ান পাবলিকেশনস নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগে বিলাল ফিলিপসকে বাংলাদেশে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং ১৭ই জুন তিনি বাংলাদেশে আসেন। কিন্তু গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অনুমিত তথ্য অনুযায়ী তাকে সন্দেহভাজন আশঙ্কা করার কারণে বাংলাদেশে তার বক্তৃতা অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। ১ দিন পর ১৮ই জুন সরকারি নির্দেশে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।[১৯][২০]
If Salafi means that you’re a traditionalist that follows the scripture according to the early traditions, then yeah. I’m not a modernist. I’m not a person who makes his own individual interpretations according to the times
<ref>
ট্যাগ বৈধ নয়; nytimes.com
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; theguardian.com
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; heraldsun.com.au
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; nation-2-3-12
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; de
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; newagebd
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি