বিলাসপুর, মধ্যপ্রদেশ

বিলাসপুর ভারতের মধ্যপ্রদেশের উমরিয়া জেলার একটি গ্রাম। বিলাসপুর রাজ্য স্তরে অনুপপুর বিধানসভা কেন্দ্র এবং জাতীয় স্তরে শাহদোল সংসদীয় কেন্দ্রের অধীনে রয়েছে। ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে বিলাসপুর গ্রাম হল একটি গ্রাম পঞ্চায়েত। গ্রামটিতে ২৫০টি ঘর রয়েছে যার জনসংখ্যা ১,১১৮ জন সদস্য রয়েছে যার মধ্যে ৫৬১ জন পুরুষ এবং ৫৫৭ জন মহিলা রয়েছে। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৫৭.৪০% এবং নারীদের মধ্যে সাক্ষরতার হার ৪০.০৪%, যা গড়ে ৪৮.৭৫%। বিলাসপুরের নেতৃত্বে একজন সরপঞ্চ যিনি স্থানীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

ভূগোল

[সম্পাদনা]

বিলাসপুর উমারিয়া জেলায় অবস্থিত[][] এবং এটি ৫৩৯.৪৫ hectare (১,৩৩৩.০ একর) নিয়ে গঠিত। এটি ছত্তিশগড়ের বিলাসপুর থেকে প্রায় ১৬৪ কিলোমিটার (১০২ মাইল) উত্তরে অবস্থিত।

অর্থনীতি

[সম্পাদনা]

বিলাসপুর প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ৪২ কিলোমিটার (২৬ মাইল) দূরে অবস্থিত নিকটতম শহর অনুপপুরের উপর নির্ভরশীল।

পরিবহন

[সম্পাদনা]

বিলাসপুর নিকটবর্তী শহরগুলি থেকে সরকারী ও বেসরকারী বাসের মাধ্যমে ভালভাবে সংযুক্ত এবং নিকটতম রেলওয়ে স্টেশনটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) দূরে অবস্থিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bilaspur Pin Code | Postal Code (Zip Code) of Bilaspur, Umaria, Madhya Pradesh, India"। indiatvnews.com। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Bilaspur Pin Code (Anuppur, Madhya Pradesh) | Bilaspur Postal Index Number Code (Pincode)"Maps of India (ইংরেজি ভাষায়)। mapsofindia.com। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]