ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | বিলি ক্লিফোর্ড গিলমোর | ||
জন্ম | ১১ জুন ২০০১ | ||
জন্ম স্থান | নর্থ আয়ারশায়ার, স্কটল্যান্ড | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন | ||
জার্সি নম্বর | ১১ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৪৮, ১৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
বিলি ক্লিফোর্ড গিলমোর (ইংরেজি: Billy Gilmour; জন্ম: ১১ জুন ২০০১; বিলি গিলমোর নামে সুপরিচিত) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, গিলমোর স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ১টি গোল করেছেন।
বিলি ক্লিফোর্ড গিলমোর ২০০১ সালের ১১ই জুন তারিখে স্কটল্যান্ডের নর্থ আয়ারশায়ারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গিলমোর স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৬, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৭, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে তিনি স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন।
২০২১ সালের ২রা জুন তারিখে, ১৯ বছর, ১১ মাস ও ২২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গিলমোর নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮১তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ডেভিড টার্নবুলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি নেদারল্যান্ডস ২–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে গিলমোর সর্বমোট ১০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর, ৪ মাস ও ১৫ দিন পর, স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২৩ সালের ১৭ই অক্টোবর তারিখে, ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ১১তম মিনিটে স্কটল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
স্কটল্যান্ড | ২০২১ | ১০ | ০ |
২০২২ | ৬ | ০ | |
২০২৩ | ৭ | ১ | |
২০২৪ | ২ | ০ | |
সর্বমোট | ২৫ | ১ |