বিশ সাল বাদ | |
---|---|
![]() | |
পরিচালক | বীরেন নাগ |
প্রযোজক | হেমন্ত মুখোপাধ্যায় |
রচয়িতা | দেবকিষেণ (সংলাপ) |
চিত্রনাট্যকার | ধ্রুব চট্টপধ্যায় |
উৎস | আর্থার কোনান ডয়েল কর্তৃক দ্য হাউন্ড অফ দ্য বাকারভিলস ও হেমেন্দ্র কুমার রায় কর্তৃক নিশীথিনী বিবিশিকা (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | বিশ্বজিৎ চ্যাটার্জী ওয়াহিদা রহমান মদন পুরি অসিত সেন |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | মার্শাল ব্র্যাগাঞ্জা |
সম্পাদক | কেশব নন্দ |
প্রযোজনা কোম্পানি | গীতাঞ্জলি পিকচার্স |
পরিবেশক | গীতাঞ্জলি পিকচার্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বিশ সাল বাদ (বাংলা: বিশ বছর পর) ১৯৬২ সালের হিন্দি ভাষায় নির্মিত মনস্তাত্ত্বিক রহস্যধর্মী চলচ্চিত্র। যার পরিচালনা করেন বীরেন নাগ এবং প্রযোজনা করেন সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই চলচ্চিত্রের মাধ্যমে বীরেন নাগ পরিচালনায় আত্মপ্রকাশ করেন এবং এতে অভিনয় করেছেন বিশ্বজিৎ, ওয়াহিদা রেহমান, মদন পুরী, সজ্জন এবং অসিত সেন।[১][২] এটি ১৯৫১ সালের বাংলা চলচ্চিত্র জিঘাংসার পুনর্নির্মাণ। মূল কাহিনী আর্থার কোনান ডয়েলের 'হাউন্ড অব বাস্কারভিলস' এবং সেইসাথে হেমেন্দ্র কুমার রায়ের উপন্যাস নিশিথিনী বিবিশিকা অবলম্বনে নির্মিত হয়েছিল।[৩]
চলচ্চিত্রটি ১৯৬২ সালে বক্স অফিসের তালিকার শীর্ষে "সুপার হিট" হয়ে ওঠে।[৪] এতে লতা মঙ্গেশকরের গাওয়া এবং শাকিল বদায়ুনী রচিত " কাহিন দীপ জলে " গানটির জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে যার জন্য তারা যথাক্রমে শ্রেষ্ঠ গীতিকারের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ গীতিকারের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে।[৫]
সঙ্গীত পরিচালনা করেছেন হেমন্ত মুখোপাধ্যায় ।
মনোনয়ন