বিশাল | |
---|---|
জন্ম | বিশাল কৃষ্ণ রেড্ডি ২৯ আগস্ট ১৯৭৭[১][২] |
জাতীয়তা | ভারত |
মাতৃশিক্ষায়তন | লোওলা কলেজ, চেন্নাই |
পেশা | অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
বিশাল কৃষ্ণ রেড্ডি (তেলুগু: విశాల్ కృష్ణుడు రెడ్డి, তামিল: விஷால்; জন্ম আগস্ট ২৯, ১৯৭৭) তামিল সিনেমায় কাজ করা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
চলচ্চিত্র প্রযোজক জি কে রেড্ডির ছোট ছেলে বিশাল চেন্নাইয়ের লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। তিনি অ্যাকশন চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত। তিনি তার প্রযোজনা সংস্থা বিশাল ফিল্ম ফ্যাক্টরির অধীনে চলচ্চিত্র নির্মাণ করেন।[৩]
তিনি সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। এরপর তিনি একজন অভিনেতা হয়ে ওঠেন । রোমান্টিক থ্রিলার চেল্লামে (২০০৪) তে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে তিনি বাণিজ্যিকভাবে সফল অ্যাকশন চলচ্চিত্র সান্দাকোঝি, থিমিরু, থামাইরভারানী এবং মালাইকোট্টাইতে অভিনয় করেন।[৪] বক্স অফিসে একের পর এক অসফল সিনেমার পর বিশাল তার নিজের প্রযোজনা সংস্থা তৈরি করেন । এরপর তিনি নিজের প্রযোজনায় পান্ডিয়া নাডু (২০১৩), নান সিগাপ্পু মনিথান (২০১৪) এবং পূজাই (২০১৪) এর মতো লাভজনক সিনেমা উপহার দেন। [৫]
তামিল সিনেমার পূর্ববর্তী কমিটির বিরুদ্ধে আন্দোলন শুরু করার পর তিনি ২০১৫ সালের অক্টোবরে নদীগার সঙ্গমের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[৬] কাউন্সিলের বিরুদ্ধে মন্তব্য করার জন্য তাকে তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদ (টিএফপিসি) থেকে বহিষ্কার করা হয়েছিল। [৭][৮] পরে ২০১৭ সালের এপ্রিল মাসে তিনি নির্বাচনে জয়ী হন এবং তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদের সভাপতি নির্বাচিত হন।
এখনো মুক্তি দেয়া হয়নি যে সব চলচ্চিত্র উল্লেখ করা হল |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | উৎস |
---|---|---|---|
২০০৪ | চেল্লামে | রাগুনান্দান | |
২০০৫ | সান্দাকোঝি | বালু | |
২০০৬ | দিশিয়াম | স্বয়ং | |
২০০৬ | থিমিরু | গানেশ | |
২০০৬ | শিবপথিগরাম | সাথ্যামরথ্য | |
২০০৭ | থামাইরভারানী | ভারানিপুথিরান | |
২০০৭ | মালাইকোট্টাই | আনবু | |
২০০৮ | সত্যম (২০০৮-এর চলচ্চিত্র) | সাথ্যাম | |
২০০৯ | থোড়নাই | মুরুগান | |
২০১০ | থিরাদা ভিলাইয়াট্টু পিল্লাই | কারথিক | |
২০১১ | আভান ইভান | ওয়াল্টার ভানাগামুদি | |
২০১১ | বেদি (চলচ্চিত্র) | প্রাভাকারান (বালু) | |
২০১৩ | সমর (২০১৩-এর চলচ্চিত্র) | শাক্তথি | |
২০১৩ | থিয়া ভেলাই সেইয়ানুম কুমারু | স্বয়ং | |
২০১৩ | পট্টাথু ইয়ানাই | সারাভানান | |
২০১৩ | পান্ডিয়া নাডু | সিভাকুমার | |
২০১৪ | নান সিগাপ্পু মনিথান (২০১৪-এর চলচ্চিত্র) | ইন্ধিরান | |
২০১৪ | কথাই থাইরাইকাথাই ভাসনাম আইয়াক্কাম | স্বয়ং | |
২০১৪ | পূজাই | ভাসুদেভেন | |
২০১৫ | আম্বালা (চলচ্চিত্র) | সারাভানান | |
২০১৫ | ভাসুভম সারাভানানাম ওন্না পাদিচাভাঙ্গা | এসিপি ভেত্রিভেল | অতিথি চরিত্র [৯] |
২০১৫ | পায়ুম পুলি (২০১৫-এর চলচ্চিত্র) | জায়াসেলান | |
মাধা গাজা রাজা | বিলম্বিত [১০] |