ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | বিশালান্ধ্র বিজনানা সমিতি |
সম্পাদক | মুতিয়ালা প্রসাদ |
প্রতিষ্ঠাকাল | ১৯৫২ |
রাজনৈতিক মতাদর্শ | কমিউনিস্ট |
ভাষা | তেলুগু |
সদর দপ্তর | বিজয়ওয়াদা, অন্ধ্র প্রদেশ, ভারত |
প্রচলন | ১,১৬,২৮৭ (৫ সংস্করণ মিলে) [১] |
ওয়েবসাইট | visalaandhra.com |
বিশালান্ধ্র একটি ভারতীয় তেলুগু ভাষার দৈনিক পত্রিকা যা ১৯২২ সালের ২২ জুন বিজয়ওয়াদায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। [২][৩] রাজ্যের তেলুগু ভাষী মানুষের একক রাষ্ট্রের স্লোগান দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি তৎকালীন দৈনিক প্রজাশক্তির নামকরণ করে বিশালান্ধ্র (বিশাল বা বৃহত্তর এবং অন্ধ্র অর্থ অন্ধ্র প্রদেশ শব্দ দুটির সংমিশ্রণ)। ১৯৬৯ সালের পৃথক তেলেঙ্গানা আন্দোলন এবং ১৯৭২ জয় অন্ধ্র আন্দোলন উভয়ের বিরোধিতা করার ক্ষেত্রে এটি মূল ভূমিকা পালন করেছিল। ২০১৫ সালের হিসাবে এটি ৭টি কেন্দ্র থেকে প্রকাশিত হচ্ছে। দৈনিকটি ২০১২ সালে এর হীরকজয়ন্তী উদ্যাপন করেছে। [৪]