বিশ্ব মুসলিম কংগ্রেস

বিশ্ব মুসলিম কংগ্রেস
সংক্ষেপেWMC
গঠিত১৯২৬
প্রতিষ্ঠাতারাজা আব্দুলআজিজ ইবন আব্দুল রহমান আল সৌদ
সদরদপ্তরমক্কা, সৌদি আরব
দাপ্তরিক ভাষা
আরবি
সভাপতি
আব্দুল্লাহ ওমর নাসিফ

বিশ্ব মুসলিম কংগ্রেস (Motamar al-Alam al-Islami) (আরবি: مؤتمر العالم الإسلامي) একটি করাচি ভিত্তিক ইসলামিক সংগঠন। ইনামুল্লাহ খান এর সহ-প্রতিষ্ঠাতা এবং চল্লিশ বছরেরও বেশি সময়ের জন্য সেক্রেটারি-জেনারেল ছিলেন। এটি ১৯৮৭ সালের নিওয়ানো শান্তি পুরস্কারের প্রাপক একটি সংগঠন।[] এবং সেক্রেটারি জেনারেল এই সংগঠনের জন্য ১৯৮৮ সালের টেম্পলটন পুরস্কারের প্রাপক ছিলেন।[] জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের সাথে সংগঠনটির সাধারণ পরামর্শক অবস্থান রয়েছে।

বর্ণনা

[সম্পাদনা]

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর, ১৯৪৯ সালের বিশ্ব মুসলিম সম্মেলনে কারাচিতে কংগ্রেসটি প্রতিষ্ঠিত হয়। জেরুজালেমের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ আমিন আল-হুসেইনি কংগ্রেসটির সভাপতি আহ্বায়ক ছিলেন, তিনিই কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।[] ইনামুল্লাহ খান এটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেক্রেটারি-জেনারেল নির্বাচিত হন।

তবে ১৯২৬ সালে কংগ্রেসের সম্মেলন সৌদি আরবের ইবনে সৌদ দ্বারা মক্কাতে আয়োজিত হয়েছিল। ইবনে সৌদ আশা করেছিলেন, যে এটি তার পবিত্র শহরগুলোর প্রশাসন সম্মতি প্রদান করবে। কিন্তু এটি অনেক সমালোচনা উত্থাপন করেছিল, ফলে তিনি এটি পুনরায় আয়োজিত করেননি।[] মোহাম্মদ আমিন আল-হুসেইনি এই মক্কায় আয়োজিত কংগ্রেসের একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন।[]

নেতৃত্বের ব্যক্তিত্ব

[সম্পাদনা]

বর্তমানে কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ ওমর নাসিফ।[] এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ ওমর নাসির। এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেনেটর রাজা জাফর-উল-হক। এছাড়াও কংগ্রেসের নাইজেরিয়া অফিসের নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন মালাম আব্দুর রাজ্জাক ইব্রাহিম সালমান।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Niwano Peace Foundation, The World Muslim Congress ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০১০ তারিখে
  2. New York Times, ১৯ এপ্রিল ১৯৮৮, Anti-Semitism Charges Lead To Delay on Religion Prize
  3. হুসেইন হক্কানি (২০০৫), ১৯ মে ২০০৫, The Ideologies of South Asian Jihadi Groups ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জানুয়ারি ২০১৬ তারিখে, Current Trends in Islamist Ideology, খণ্ড ১
  4. মার্টিন ক্রামার, "মুসলিম কংগ্রেস", দ্য অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ দ্য মডার্ন ইসলামিক ওয়ার্ল্ড
  5. বিশ্ব মুসলিম কংগ্রেস, ইতিহাস
  6. "Home"wmc.org.sa। ১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
  7. "সৌদি রাষ্ট্রদূত: বিশ্ব মুসলিম কংগ্রেস সৌদির সাথে সমবেদনা জানিয়েছে - সর্বশেষ নাইজেরিয়া খবর, নাইজেরিয়ান সংবাদপত্র, রাজনীতি"। ২০২০-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।