বিশ্বনাথন আনন্দ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা | দাবা খেলা |
পরিচিতির কারণ | দাবা খেলোয়াড় |
পুরস্কার | পদ্মবিভূষণ (২০০৮) |
বিশ্বনাথন আনন্দ (তামিলঃ விசுவநாதன் ஆனந்த், আইপিএ: vɪs'vɑˌnəˌðən ɑnˌənd) (জন্ম ডিসেম্বর ১১, ১৯৬৯, চেন্নাই (প্রাক্তন মাদ্রাজ), ভারত একজন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার। জানুয়ারি ২০১২-এর ফিদে তালিকা অনুযায়ী আনন্দের ইলো রেটিং ২৭৯৯, আর র্যাংকিং-এ তার অবস্থান চতুর্থ (ভ্লাদিমির ক্রামনিকের পেছনে)। ইলো রেটিং-এর ইতিহাসে ২৮০০ পয়েন্টের বেশি পাওয়া মাত্র চার জন দাবাড়ুর মধ্যে আনন্দ একজন।[১] আনন্দ ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের সেরা তিন ধ্রুপদী দাবাড়ুর একজন এবং একই সময়কালের বেশির ভাগ অংশ জুড়ে বিশ্বের সেরা দ্রুতগতির দাবাড়ু হিসেবে পরিগণিত।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ এ সম্মানিত হন ২০০৮ সালে। তিনি ও শচীন তেন্ডুলকর যুগ্মভাবে প্রথমবার কোনো ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পান।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
পুরস্কার | ||
---|---|---|
পূর্বসূরী আলেকজান্ডার খালিফম্যান |
ফিদে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ২০০০–২০০২ |
উত্তরসূরী রাসল্যান পোনোমারিওভ |
পূর্বসূরী গ্যারী কাসপারভ |
ওয়ার্ল্ড রাপিড চেজ চ্যাম্পিয়ন ২০০৩-২০০৯ |
উত্তরসূরী লেভন এরোনিয়ান |
স্বীকৃতি | ||
পূর্বসূরী ভ্যাসেলিন তোপালব ভ্লাদিমির ক্রামনিক ম্যাগনাস কার্লসেন ম্যাগনাস কার্লসেন |
বিশ্ব দাবায় ১ম এপ্রিল ১, ২০০৭ – ডিসেম্বর ৩১, ২০০৭ এপ্রিল ১, ২০০৮ – সেপ্টেম্বর ৩০, ২০০৮ নভেম্বর ১, ২০১০ – ডিসেম্বর ৩১, ২০১০ মার্চ ১, ২০১১ – জুন ৩০, ২০১১ |
উত্তরসূরী ভ্লাদিমির ক্রামনিক ভ্যাসেলিন তোপালব ম্যাগনাস কার্লসেন ম্যাগনাস কার্লসেন |