ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | বিশ্বেশ্বর ভাট |
প্রকাশক | বিশ্বাক্ষর মিডিয়া প্রাইভেট লিমিটেড |
সম্পাদক | বিশ্বেশ্বর ভাট |
প্রতিষ্ঠাকাল | ১২ এপ্রিল ১৯৬০ |
ভাষা | কান্নাডা |
সদর দপ্তর | বেঙ্গালুরু |
ওয়েবসাইট | vishwavani |
বিজয়বাণী একটি কন্নড় ভাষার দৈনিক পত্রিকা। যার ৫৬ বছরের ইতিহাস রয়েছে। পাটিল পুটাপ্পা কর্তৃক প্রতিষ্ঠিত এই পত্রিকার ব্যবস্থাপনা পরিচাল ও প্রধান সম্পাদক বিশ্বেশ্বর ভাট। এর শিরোনাম ট্যাগ লাইন "বিশ্বসবে বিশ্ব"। [১] কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ১৫ জানুয়ারি ২০১৬ এ পুনঃ সংস্করণটির উদ্বোধন করেছিলেন। [২]
বিশ্ববাণী তার কলামের জন্য অত্যন্ত প্রশংসিত। যেগুলো লিখে থাকেন থিয়াগরাজ, বি. গণপতি, রবীন্দ্র জোশী, শ্রীবৎস জোশী এবং প্রধান সম্পাদক বিশ্বেশ্বর ভাট নিজে, কলামগুলো বৃহস্পতি এবং রবিবার প্রকাশিত হয়। মহীশূর ও কোদাগুর সংসদ সদস্য প্রতাপ সিংহ - যিনি নিজে সাংবাদিক ছিলেন তিনি প্রতি শনিবার তাঁর কলাম 'বেতাল জাগাট্টু' -তে লেখেন। বিশ্ববাণী শতবর্ষী শ্রদ্ধেয় শ্রী শ্রী শিবকুমার স্বামীজির মৃত্যুকে ব্যাপকভাবে কভার করেছিল।
সম্পাদক প্রধান বিশ্বেশ্বর ভাট তাঁর পাঠকদের প্রশ্নের উত্তরও দেন। রোহিত চক্রবর্তী, অন্যতম বিশিষ্ট কলামিস্ট, উদ্বোধনের পর থেকে এই পত্রিকাতেই কাজ করে যাচ্ছেন।