বিসাতি

বিসাতি
ভাষা
উর্দুহিন্দি
ধর্ম
ইসলাম
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
রামাইয়াখুমরাশাইখ

বিসাতি হল একটি মুসলিম সম্প্রদায়, যাদের উত্তর ভারতে দেখা যায়।[] এই সম্প্রদায়ের অনেক সদস্য ১৯৪৭ সালে পাকিস্তানে চলে আসে এবং করাচিসিন্ধুতে বসতি স্থাপন করে।

ইতিহাস ও উৎপত্তি

[সম্পাদনা]

পাঞ্জাবি বিরাদ্রি নামে পরিচিত বিসাতিরা তাদের নামটি বিসাত শব্দ থেকে পেয়েছে, যার অর্থ বিক্রয়ের জন্য ছড়িয়ে দেওয়া পণ্য। বিসাতিরা মূলত ফেরিওয়ালা ও ব্যবসায়ীদের একটি সম্প্রদায়। তাদের ঐতিহ্য অনুসারে, তারা শাহজাহানের শাসনামলে বেহরা থেকে অধুনা পাকিস্তানে চলে আসে। কথিত আছে যে তারা প্রথমে পাঞ্জাবে বসতি স্থাপন করেছিল এবং তারপর ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গিয়েছিল। এদের এখন প্রধানত কাশ্মীর, লখনউ, কানপুর, ফৈজাবাদ ও অবধের অন্যান্য অংশের পাশাপাশি দোয়াবের মিরাট ও সাহারানপুর জেলায় এবং বিহারের গোপালগঞ্জ জেলায় দেখা যায়। সম্প্রদায়ের উপগোষ্ঠী রয়েছে যা বিরদারিস নামে পরিচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আনসারী, হাশমি, খান, কাজী ও মির্জা। প্রায়োগিকভাবে, বিবাহ বিরাদারির মধ্যে ঘটে বলে মনে করা হয় এব বিরাদারির সকল সদস্যই তাদের বংশধরকে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে সনাক্ত করে।[] তাদের রয়েছে আহমেদ ও বেগ উপাধি।

বর্তমান পরিস্থিতি

[সম্পাদনা]

বিসাতিদের আয়ের প্রধান উৎস হিসেবে সাধারণ পণ্য ব্যবসা রয়েছে। অনেকে আবার চুড়ি, বোতাম ও প্রসাধনী সামগ্রীর বিক্রেতা। তারা নিজেদেরকে শেখ মর্যাদার মনে করে।[] উত্তর প্রদেশে বিসাতিরা সুন্নি মুসলমান এবং তারা উর্দুহিন্দির বিভিন্ন উপভাষায় কথা বলে।[]

বিহারের বিসাতিদের গোপালগঞ্জ জেলায় বিশেষ কেন্দ্রীভূত সহ রাজ্য জুড়ে দেখা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. People of India Uttar Pradesh Volume XLII Part One edited by A Hasan & J C Das pages 336 to 339
  2. People of India Uttar Pradesh Volume XLII Part One edited by A Hasan & J C Das page 339
  3. People of India Uttar Pradesh Volume XLII Part One edited by A Hasan & J C Das page 339