বীর্যসেচন (ইংরেজি: Insemination) হচ্ছে নারীর জনন অঙ্গে পুরুষের বীর্য প্রবেশনের মাধ্যমে নারীকে নিষিক্ত করা।[১] স্তন্যপায়ী প্রাণিতে বীর্য নারীর জরায়ুতে প্রবেশ করে এবং ডিম পাড়া প্রাণীতে যে প্রক্রিয়ায় প্রবেশ করে তাকে অভিডাক্ট বলে। স্তন্যপায়ী প্রাণীতে বীর্যসেচন যৌনসঙ্গম বা যৌনমিলনের সময় ঘটে থাকে। কিন্তু কৃত্রিম বীর্যসেচনের মত বিকল্প উপায়েও বীর্য সেচন ঘটতে পারে।[২]
উদ্ভিদে নিষিক্ত করার প্রক্রিয়াকে পরাগযোগ হিসেবে উল্লেখ করা হয়। পরাগরেণুর উদ্ভিদের এক অংশ থেকে অপর অংশে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগযোগ বলে।
চিকিৎসা বিজ্ঞান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |