বুকিত কিয়ারা মুসলিম কবরস্থান

বুকিত কিয়ারা মুসলিম কবরস্থান
মানচিত্র
বিস্তারিত
প্রতিষ্ঠাকাল১৯৮৫
অবস্থান
দেশমালয়েশিয়া
স্থানাঙ্ক৩°০৭′৫৯″ উত্তর ১০১°৩৭′৫৫″ পূর্ব / ৩.১৩৩° উত্তর ১০১.৬৩২° পূর্ব / 3.133; 101.632
প্রকারসরকারি মুসলিম কবরস্থান
মালিকানাদেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল)
জাবাতান আগামা ইসলাম উইলাহ পেরসেকুটুয়ান (জেএআইডব্লিউআই)
আয়তন১৪.৪৩ একর
ওয়েবসাইটE-Pusara

বুকিত কিয়ারা মুসলিম কবরস্থান মালয়েশিয়ার কুয়ালালামপুর-এ অবস্থিত একটি কবরস্থান। এটি দামানসারাতে তামান তুন ডক্টর ইসমাইল এর নিকটে অবস্থিত। এটি অনেক বিশিষ্ট মালাইদের সমাধিস্থল।

পটভূমি

[সম্পাদনা]

কবরস্থানটি মূলত পুসারা নেগারা (জাতীয় কবরস্থান) নামে পরিচিত হওয়ার কথা ছিল। এটি "দেশের জন্য মহান সেবা প্রদানকারী" ব্যক্তিদের জন্য একটি বিশেষ কবরস্থান এবং ৯২ হেক্টরেরও বেশি বিস্তৃত ও বিভিন্ন ধর্মের জন্য অংশে বিভক্ত হওয়ার কথা ছিল। এটি ১৯৮৮ সালে সম্পন্ন হওয়ার কথা ছিল।[]

বুকিত কিয়ারা মুসলিম কবরস্থান ১৯৮৫ সালে খোলা হয়েছিল। এখানে চারটি পর্যায় রয়েছে। ফেজ ১ ১৯৮৫ সালে এবং ফেজ ২ ২০০৮ সালে খোলা হয়েছিল। ফেজ ৩ এবং ফেজ ৪ ভবিষ্যতের ব্যবহারের জন্য রয়ে গেছে।

উল্লেখযোগ্য সমাহিত ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দামানসারায় জাতীয় কবরস্থান হবে"দ্য স্ট্রেইটস টাইমস। ২১ জুন ১৯৮২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]