বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট[১] ভারতীয় গ্রাঁ প্রি | |
---|---|
![]() বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট – ২০১১ সম্মুখগামী | |
অবস্থান | গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশ, ভারত |
সাধারণ তথ্য | |
সময় অঞ্চল | জিএমটি +৫:৩০ (ভারতীয় প্রমাণ সময়) |
স্থানাঙ্ক | ২৮°২১′২″ উত্তর ৭৭°৩২′৬″ পূর্ব / ২৮.৩৫০৫৬° উত্তর ৭৭.৫৩৫০০° পূর্ব |
ধারণক্ষমতা | ১০০,০০০+ |
অধিকারী | জেইপি গ্রুপ |
অপারেটর | জেইপি স্পোট ইন্টারন্যাশনাল লিমিটেড |
খোলা হয়েছে | অক্টোবর ২০১১ |
নির্মাণ খরচ | ইউএস$৪০০ মিলিয়ন |
স্থপতি | হেরমান টিল্ক |
উল্লেখযোগ্য ঘটনা | এফআইএ ফর্মুলা ওয়ান ভারতীয় গ্রাঁ প্রি |
গ্রাঁ প্রি সার্কিট | |
পৃষ্ঠভাগ | Graywacke |
দৈর্ঘ্য | ৫.১৩৭ কিলোমিটার (৩.১৯২ মাইল) |
মোড় | ১৬টি |
ল্যাপ রেকর্ড | ১:২৭.২৪৯ (সেবাস্তিয়ান ভেটেল, রেড বুল রেসিং, ২০১১, ফর্মুলা ওয়ান) |
বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (ইংরেজি: Buddh International Circuit) হল একটি ফর্মুলা ওয়ান রেসিং সার্কিট। এটি ভারতের রাজধানী দিল্লির কাছে উত্তরপ্রদেশ রাজ্যের গ্রেটার নয়ডায় অবস্থিত। ২০১১ সালের ৩০ অক্টোবর এখানে প্রথম ফর্মুলা ওয়ান ভারতীয় গ্রাঁ প্রি শুরু হয়েছে।[২] ২০১১ সালের ১৮ই অক্টোবর এই ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[৩][৪] এটি ভারতের বৃহত্তম ক্রীড়া কেন্দ্র।
সার্কিটের মালিকগোষ্ঠীর নামানুসারে প্রথমে সার্কিটের নাম রাখা হয়েছিল জেপি গ্রুপ সার্কিট বা জেপি ইন্টারন্যাশনাল সার্কিট। ২০১১ সালের এপ্রিলে সার্কিটের সরকারি নাম হয় "বুদ্ধ ইন্টারন্যাশানাল সার্কিট"। জয়পি স্পোর্টস ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ সমীর গৌর বলেন, নামটি শান্তির প্রতিমূর্তি বুদ্ধের নামানুসারে রাখা হয়েছে।[১] নামটির সঙ্গে যে জেলায় সার্কিটটি অবস্থিত সেই গৌতম বুদ্ধ নগর জেলার নামেরও যোগ আছে।[৫] বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটের লোগোতে যে বি চিহ্নটি আছে, সেটি হৃদপিণ্ডের আকারবিশিষ্ট।[৬]
২০১১ সালের ৩০শে অক্টোবর ফর্মুলা ওয়ান রেসিং-এর গভর্নিং বডি এফআইএ ভারতীয় গ্রাঁ প্রি-র অন্তর্ভুক্তি ঘোষণা করেন।[৭] সার্কিট তৈরির খরচ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ বিলিয়ন ($২১৫ মিলিয়ন)।[৮] সার্কিটের আনুমানিক দৈর্ঘ্য ৫.১৪ কিলোমিটার এবং ৮৭৪ একর (৩৪৫ হেক্টর) জমিতে গড়ে উঠেছে। এই সার্কিটটি হেরমান টিল্ক নির্মাণ করেছেন। ২০১১ সালের ১৮শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে সার্কিট উদ্বোধন হয়।[৯] প্রাথমিক পর্যায়ের আসন সংখ্যা ১১০,০০,[৮] ভবিষ্যৎতে এই সংখ্যা ২০০,০০০ পর্যন্ত যাবে।[১০]
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Buddh" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে